বুধবার   ১৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ৩ ১৪৩১

থানা-ফাঁড়ি-তদন্ত কেন্দ্রে মেশিনগান স্থাপন  

যুগের চিন্তা অনলাইন

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২১  


নারায়ণগঞ্জের সাতটি থানা, আটটি ফাঁড়ি ও পাঁচটি তদন্ত কেন্দ্রে বিশেষ নিরাপত্তার জন্য এলএমজি (মেশিনগান) চৌকি স্থাপন করা হয়েছে। বুধবার রাত থেকে থানায় নিরাপত্তার অংশ হিসেবে গুরুত্ব অনুসারে থানা, ফাঁড়ি ও তদন্তকেন্দ্রে এলএমজি পোস্ট ও সিমেন্টের বস্তা দিয়ে বিশেষ ধরনের প্রতিরোধ ব্যবস্থা স্থাপন করা হয়।

পাশাপাশি বাড়ানো হয়েছে পুলিশ সদস্যের সংখ্যা। বিশেষ অবস্থায় গুলি ব্যবহারের সংখ্যা বেড়েছে। এসব চৌকিতে পুলিশের ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করার নির্দেশনা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার (৮ এপ্রিল) রাতে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানান, পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী এই ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নারায়ণগঞ্জের সাতটি থানা, আটটি ফাঁড়ি ও পাঁচটি তদন্ত কেন্দ্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সবকটি থানায় পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। থানায় যদি কেউ আক্রমন করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও মন্তব্য করেন এসপি।
 

এই বিভাগের আরো খবর