দীপ কালামকে বশে আনতে ব্যর্থ হলেন শামীম ওসমান

যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২৩ পিএম

সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা বর্তমানে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের নেতৃত্বের প্রতি আকৃষ্ট। যার পরিপ্রেক্ষিতে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগসহ নারায়ণগঞ্জ-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী একাধিক নেতা নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের নেতৃত্বে এবং তার নির্দেশনার উপর ভিত্তি করেই সোনারগাঁয়ে আওয়ামী লীগের রাজনীতি করছেন।
যেটা গত ১১সেপ্টেম্বর সোনারগাঁয়ে শামীম ওসমানের আগমনেই উল্লেখিত হয়েছে। তবে সোনারগাঁয়ের দু একজন নেতা একেবারেই শামীম ওসমানের নেতৃত্বের বিপরীতে রয়েছে যারা হলেন এরফান হোসেন দীপ এবং মাহফুজুর রহমান কালাম। তাদেরকে নিয়ে ১১ সেপ্টেম্বর শামীম ওসমানও মন্তব্য করেছেন এবং তাদেরকে উদ্দেশ্য করে সোনারগাঁয়ে একক নেতৃত্বে থাকার আহ্বান জানান।
কারণ তাদেরকে ছাড়া কোন ক্রমেই সোনারগাঁয়ে শামীম ওসমান শক্তিশালী দূর্গ প্রতিষ্ঠা করতে পারছে না যেটা তার বক্তব্যের মধ্যে অবকাশ হয়েছে। দলীয় সূত্র বলছে, ফতুল্লা থানা ও সিদ্ধিরগঞ্জ থানা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-৪ আসন যেখানে আওয়ামী লীগের সাংসদ হিসেবে স্থানীয় আওয়ামী লীগকে নেতৃত্ব দিচ্ছেন এ কে এম শামীম ওসমান।
তবে তিনি এখন ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগে নেতৃত্ব দিচ্ছেন না ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানাকে ছাপিয়ে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগকে বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন। মূলত দশম সংসদ নির্বাচনের পর থেকেই তিনি সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে গ্রাস করতে থাকেন।
কারণ নবম সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ ছিল (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) নিয়ে গঠিত সেসময় নারায়ণগঞ্জ-৪ আসনে সাংসদ হিসেবে ছিলেন না শামীম ওসমান। পরবর্তীতে নারায়ণড়ঞ্জ-৪ আসন (ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ) নিয়ে গঠিত হলে দশম সংসদ নির্বাচনে নারায়ণড়ঞ্জ-৪ আসনে শামীম ওসমান সাংসদ নির্বাচিত হওয়ার পরবর্তী সময় থেকেই নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে
ধীরে ধীরে সোনারগাঁ আওয়ামী লীগের প্রভাব প্রতিপত্তি প্রতিষ্ঠা করতে থাকেন। তারই ধারাবাহিকতায় একাদশ সংসদ নির্বাচনের পর নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে সোনারগাঁ আওয়ামী লীগের অগ্রভাগের নেতারাই শামীম ওসমানের নেতৃত্বের প্রতি আকৃষ্ট হয়ে তার নেতৃত্ব ও নির্দেশনায় সোনারগাঁয়ে রাজনীতি করতে থাকেন।
তবে তিনি সোনারগাঁয়ের রাজনীতিতে উত্থান ঘটানোর পর থেকেই নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার এবং তার নেতৃত্বে থাকা নেতারা সোনারগাঁয়ে শামীম ওসমানের নেতৃত্বকে প্রধান্য দিত না। কিন্তু সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সম্মেলনের পূর্বে থেকেই নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার শামীম ওসমানের বশে চলে আসেন
এবং তার নেতৃত্ব নির্দেশনার ভিত্তি করেই রাজনীতি করতে থাকেন। এরপর থেকেই পুরো সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন তার শামীম ওসমানের বশে চলে এসে রাজনীতি করতে থাকেন। যেটা গত ১১সেপ্টেম্বর সোনারগাঁয়ে কায়সার হাসনাতের বাড়িতে শামীম ওসমানের আগমন ঘটালে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এর প্রতিয়মান দেখায়।
কিন্তু সোনারগাঁয়ে প্রবেশ করে শামীম ওসমান সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ দুটি বলয় বর্তমানে তার নেতৃত্বের বাহিরে থাকায় সঙ্কিত হয়ে আক্ষেপ করে এই দুই বলয়ে নেতৃত্বে থাকা নেতাদের উদ্দেশ্য করে একক নেতৃত্বে ফিরে আসার আহ্বান জানিয়ে গত ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত শামীম ওসমান তার সমাবেশে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাথে এই দুই বলয়ের
নেতৃত্বে থাকা নেতাদের তাদের সমর্থকদের নিয়ে অংশগ্রহণ করার জন্য তাদের সাথে যোগাযোগ করবেন এমনটাই বক্তব্যে উল্লেখ করেন। সোনারগাঁয়ে তার সমাবেশকে সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় বলেছিলেন, মোবারক ভাইয়ের ছেলে আছে দীপ ওর বয়স কত জানি না। আমি ওকে বলব কারো অনুপ্রেরণায় যারা বিভেদ করতে চায় পরিবার পরিবার ভাইয়ে ভাইয়ে তার কেউ আপন
হয় না মাথায় রাখবা। আমি ওর সাথে কালামের সাথেও কথা বলব একটা সোনারগাঁয়ে এক নেতৃত্ব থাকবে। তারপরও যদি কেউ না আসে যদি বুঝি যে এভাবে করতে চায় না তাহলে আপনাদের কাছে বলে দিব কে চায় কে চায় না। যে চায় আপনারা সবাই তার পিছনে থাকবেন। যে চায় না তার পিছনে থাকবেন না সোজা বাংলা কথা। আমি আহ্বান জানাব সন্তান তুল্য আদরের দীপকে এবং আমার
অত্যান্ত আদরের ছোট ভাই কালামকে সব মিলে এক সাথে এক সাথে আওয়ামী লীগটা করেন। তিনি এমনও বলেন যারা যাবে না মনে রাখতে হবে তারা অরজিনিয়াল মাল না এটা বলেও ইঙ্গিত করেন। কিন্তু শেষতক শামীম ওসমানের সমাবেশে অংশগ্রহণ করেননি সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সদস্য এরফান হোসেন দীপ। কারণ তিনি বর্তমান সময়ে তার পিতাকে অনুসরণ করে রাজনীতি
করছেন কোন নেতা বা কোন বলয়কে প্রধান্য না দিয়ে নিজ অনুসারীদের নিয়ে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের একজন সদস্য হিসেবে আওয়ামী লীগের পক্ষে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে ঘিরে নারায়ণগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে নির্বাচনী মাঠ গুছাচ্ছেন। অপরদিকে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ১নং সদস্য
মাহফুজুর রহমান কালামকেও শামীম ওসমান তার সমাবেশে যাওয়ার আমন্ত্রণ জানালেও শেষতক তিনি জাননি। গত ১৪ সেপ্টেম্বর তিনি নিজেই বাংলাদেশ আওয়ামী লীগের উন্নায়নমূলক কর্মকান্ড নিয়ে একটি সভা করেন সেখানে মাহফুজুর রহমান কালাম বলেন আমাকে যদি শামীম ওসমান আসবে তার প্রস্তুতিমূলক সভায় বলা হত আমি অবশ্যই যেতাম আমাকে বলাই হয়নি। কিন্তু শেষতক ১৬
সেপ্টেম্বর অনুষ্ঠিত শামীম ওসমানের সমাবেশে মাহফুজুর রহমান কালাম থাকেননি এবং ১৭ সেপ্টেম্বর থেকে তিনি তার মত করে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৩ আসনের একজন মনোনয়ন প্রত্যাশী হিসেবে বাংলাদেশ আওয়ামীলীগের উন্নায়নের বার্তা নিয়ে কাজ করে যাচ্ছেন। এতে প্রতিয়মান হয়েছে, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একে এম শামীম
ওসমান এরফান হোসেন দীপ ও মাহফুজুর রহমান কালামকে তার বশে এনে সোনারগাঁয়ে তার শক্তিশালী দূর্গ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন কিন্তু শেষতক তিনি ব্যর্থ হলেন। এন. হুসেইন রনী /জেসি