Logo
Logo
×

নগর জুড়ে

দুই প্রতিষ্ঠানকে জরিমানা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৯ মার্চ ২০২৩, ০৬:৪৪ পিএম

দুই প্রতিষ্ঠানকে জরিমানা
Swapno

 

নারায়ণগঞ্জ শহরের খানপুরে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (১৮ মার্চ) দুপুরে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।

 

সেলিমুজ্জামান জানান, বাজার পরিদর্শনকালে নারায়ণগঞ্জ শহরের খানপুরে ফারিয়া স্টোরকে মুল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় ২ হাজার ও রিপন স্টোরকে ২ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে। অভিযানে ক্যাব এর প্রতিনিধি ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন