বুধবার   ২৪ এপ্রিল ২০২৪   বৈশাখ ১১ ১৪৩১

দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

যুগের চিন্তা অনলাইন

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২১  

ক্যাপশন : গতকাল দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 
 
 

শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।  গতকাল দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, গত বছরের সরকারি নির্দেশনা অনুযায়ী এবছরও স্বাস্থ্যবিধি মেনে দুর্গোৎসব পালন করতে হবে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ কিন্তু একেবারে শেষ হয়ে যায়নি। জীবন রক্ষায় আমাদের অবশ্যই স্বাস্থ্য বিধিগুলো অনুসরন করতে হবে। সেজন্য সকল পূজা মন্ডপ ও পূজা কমিটির সহায়তা প্রয়োজন। জেলা প্রশাসনের পক্ষ থেকেও আপনাদের সবধরনের সহযোগিতা করা হবে। 

 

তিনি আরও বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি মন্ডপে হাত ধোয়ার ব্যবস্থা ও পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রতিটি পূজা মন্ডপে স্বেচ্ছাসেবী নিয়োগ করতে হবে। সবাই মিলে একটি সুন্দর শারদীয় দুর্গোৎসব পালন করবো।  এসময়ে নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন ২১৫টি পূজা মন্ডপের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে পূজা পার্বণ উদ্দ্যেশে কিছু লিখিত সুপারিশ জেলা প্রশাসকের কাছে জমা দেন । এবং আসন্ন শারদীয় দুর্গোৎসব গত বছরের ন্যায় এবারও সরকারি স্বাস্থ্য বিধি মেনে কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের নির্দেশনা অনুযায়ী পালন করা হবে । সেই সাথে গত ৪ সেপ্টেম্বর জেলা পূজা উদযাপন পরিষদের যে মতবিনিময় সভা হয়েছিলো যেইসব সিদ্ধান্ত গুলো গৃহীত হয়েছিল।

 

জেলা প্রশাসক সেই সকল সিদ্ধান্ত গুলো বাস্তবায়নের জন্য প্রতিশ্রুতি ব্যক্ত করেন। জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ'র সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) শামীম বেপারী, অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি ) শফিকুল ইসলাম , জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সাহা, সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন,  মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ কুমার দাস, সাধারণ সম্পাদক উত্তম সাহা,

 

জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস, মহানগরের সভাপতি লিটন চন্দ্র পাল, ফতুল্লা থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি রঞ্জিত মন্ডল, সাধারণ সম্পাদক শিবু দাস, সোনারগাঁওয়ের সভাপতি লোকনাথ দত্ত, সাধারণ সম্পাদক এড. প্রদীপ ভৌমিক, সিদ্ধিরগঞ্জের সভাপতি শিশির ঘোষ অমর, বন্দরের সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, পূজা পরিষদ নেতা সুশীল দাস, রামাকান্দ সরকার, শংকর দাস, কৃষ্ণ আচার্য্য, সুজন বিশ্বাস প্রমুখ।

 

এই বিভাগের আরো খবর