Logo
Logo
×

রাজনীতি

দুলাল রশিদকে গ্রেফতারে মহানগর স্বেচ্ছাসেবকদলের নিন্দা ও প্রতিবাদ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪৫ পিএম

দুলাল রশিদকে গ্রেফতারে মহানগর স্বেচ্ছাসেবকদলের নিন্দা ও প্রতিবাদ
Swapno

নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক প্রচার সম্পাদক দুলাল এবং নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য রশিদকে  পুলিশ গ্রেফতার করায়  নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা সদস্য সচিব মমিনুর রহমান বাবু ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন জনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে।

 

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাতে পুলিশ কর্তৃক  গ্রেফতার হন  নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক প্রচার সম্পাদক দুলাল এবং নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য রশিদ। তাদের গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা সদস্য সচিব মমিনুর রহমান বাবু ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন জনি বলেন, গ্রেফতার হামলা মামলা এসব করে আমাদের নেতাকর্মীদের দাবিয়ে রাখা যাবে না। নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এই গ্রেফতার হামলা মামলাকে ভয় পায় না আমরা নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দল এক দফা দাবি আদায়ের আন্দোলনে রাজপথে থাকবই। পরিশেষে বলতে চাই আমাদের সহযোদ্ধাদের গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং নিঃশর্ত  মুক্তির দাবি করছি।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন