শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

দেশের প্রথম নারী ফিফা রেফারি হলেন জয়া

প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৯  

ডেস্ক রিপোর্ট (যুগের চিন্তা ২৪) : স্বপ্ন পূরণ হলো জয়ার। ফিফার আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছেন রাঙামাটির এই মেয়ে। এর ফলে বাংলাদেশের প্রথম মহিলা ফিফা রেফারি হিসেবে মহিলা ফুটবলের আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করবেন তিনি।


এর আগে গত ২৩ আগস্ট ফিফার রেফারি হওয়ার জন্য বঙ্গবন্ধু স্টেডিয়ামে পরীক্ষা দিয়েছিলেন জয়া চাকমা। সেই রিপোর্ট হাতে পেয়ে বাফুফেকে ই-মেইল পাঠিয়ে আনুষ্ঠানিকভাবে তাকে স্বীকৃতি দেয় ফিফা। এর মধ্য দিয়ে বাংলাদেশের প্রথম নারী ফিফা রেফারি হলেন তিনি। 

 

এমন সুখবরে ভীষণ খুশি জয়া চাকমা। তিনি বলেন, ‘এত দিন ধরে যে কষ্ট করছিলাম তারই স্বীকৃতি পেয়েছি। এখন দায়িত্ব অনেক বেড়ে গেছে, নির্ভুলভাবে  ম্যাচ পরিচালনা করাটাই আমার লক্ষ্য।’

 

এর আগে খেলোয়াড়ী জীবন কাটিয়ে ২০১০ সালে রেফারিংয়ে মনোনিবেশ করেন জয়া। ধীরে ধীরে লেভেল ৩, ২ ও ১ কোর্স শেষ করে জাতীয় পর্যায়ের রেফারি হন তিনি। বর্তমানে বিকেএসপির নারী ফুটবলের কোচ হিসেবে কাজ করছেন জয়া চাকমা। 

এই বিভাগের আরো খবর