শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

দেশের স্বার্থেই উন্নয়নের কথা ভুলে যাওয়া যাবে না: আইভী

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২২  



# আমাদের বিরুদ্ধে অনেক অপপ্রচার হচ্ছে, এটা হবেই


নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘আমাদের বিরুদ্ধে অনেক অপপ্রচার হচ্ছে, এটা হবেই।’ তবে এর মধ্য দিয়েই মাননীয় প্রধানমন্ত্রী অনেক কাজ করে যাচ্ছেন। আমরা যেহেতু দল করি তাই অনেক সময় দেশের স্বার্থ ভুলে দলাদলি করি। দেশের স্বার্থে আমরা যেন উন্নয়নের কথা বলতে ভুলে না যাই।  

 

 

 

 

 

 

 

 

বুধবার (২৮ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি। মেয়র বলেন, ‘আমরা প্রতি বছর এই উদ্যোগ নেব। আপনারা যে কাজ করছেন তার মূল্যায়ন দরকার আছে। আজ আমাদের প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিন। আমরা রাজনীতিবিদরা অনেক কথা বলি। তবে আপনাদের কথা আমাদের শোনা হয় না।’

 

 

 

 

 

 

 

তাই আপনাদের আজ প্রধানমন্ত্রী সম্পর্কে বলতে সুযোগ দেয়া হয়েছিল। তবে আপনারা সংক্ষিপ্ত আকারে বলেছেন। তিনি আরও বলেন, ‘অনেকের ধারণা নারীরা শুধু ঘরেই থাকবে। তবে আমি চাই আপনারা সব জায়গায় চোখ কান খোলা রাখুন। আমরা সবাই যদি অংশগ্রহণ করতে না পারি তাহলে দেশ এগুতে পারবে না। তাই আমাদের প্রধানমন্ত্রী বলেন দেশের প্রত্যেককে উন্নয়নে শামিল হতে হবে। আপনারা জানেন তিনি নারীর ক্ষমতায়ন ও নারী জাগরণের জন্য কাজ করে যাচ্ছে।’

 

 

 

 

 

 

 

 

 তিনি বলেন, ‘আজ নারীদের জন্য স্কুল আছে ফ্রী। নারীদের জন্য মাতৃকালীন ছুটির ব্যবস্থা করা হয়েছে। সকল সেক্টরে নারীদের সমান সুযোগ করে দেয়া হচ্ছে। সবাই তো চাকরি পাবে না। বাকিদের জন্য এই সিটি করপোরেশন ও বিভিন্ন এনজিও কাজ করছে। আমরা আপনাদের পাশে এসে দাঁড়াচ্ছি।’

 

 

 

 

 

 

 

 

 

আইভী বলেন, ‘এই যে পদ্মা সেতু হল। এটা আমাদের টাকায় হয়েছে। আমাদের প্রত্যেকের টাকা এখানে আছে। এটা আমাদের সেতু আমাদের গর্ব। এর সিদ্ধান্ত নিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। কর্ণফুলী নদীর ভেতর টানেল হচ্ছে। মোংলা পোর্ট হচ্ছে আরও অনেক বড় প্রোজেক্ট হচ্ছে।’

 

 

 

 

 

 

 

আগে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকত না। এখন আমরা অনায়াসে বিদ্যুৎ পাই। হয়ত এক ঘন্টা আধা ঘণ্টা সমস্যা হয় মাঝে মধ্যে। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর আবদুল করিম বাবু, মনিরুজ্জামান মনির, মিনোয়ারা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।    এন.এইচ/জেসি

এই বিভাগের আরো খবর