বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

ধান চাউল আড়ৎ মালিক সমিতির সাবেক সভাপতিকে দুই বছরের কারাদন্ড

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২২  



চেক জালিয়াতি মামলায় নিতাইগঞ্জ ধান চাউল আড়ৎ মালিক সমিতির সাবেক সভাপতি আলী আক্কাস’কে ২বছরের কারাদন্ড ও ৫হাজার টাকা অর্থদন্ড দিয়ে কারাগারে প্রেরণ করেছে আদালত। গতকাল (২২ নভেম্বর) অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বদিউজ্জামান এর আদালতে এ আদেশ প্রদান করা হয়।

 

 

জানা যায়, ২০১৮ সালে পূবালী রাইজ এজেন্সির মালিক মো. সোহেল’কে নিতাইগঞ্জ শাখার ইসলামি ব্যাংকের ৪লক্ষ টাকার একটি চেক দেন আলী আক্কাস। পরে চেকের টাকা না পাওয়ার কারণে সোহেল বাদী হয়ে একটি সি.আর মামলা করেন।

 

 

নাসিক ১৭নং ওয়ার্ড ভূইঁয়াপাড়া শেষ মাথায় এলাকাস্থ জহুরা মঞ্জিল এর মালিক হাজী নুরুল ইসলামের ছেলে ধান চাউল আড়ৎ মালিক সমিতির সাবেক সভাপতি আলী আক্কাসকে আসামী করে এ মামলাটি করা হয়। মামলার সি.আর নং ৮৫/১৮।

 

 

সেই মামলায় গতকাল ২২/১১/২০২২ইং তারিখে অতিরিক্ত চীফ  জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বদিউজ্জামান এ সাজার রায় ঘোষণা দেন। পরে আসামী আলী আক্কাসকে ২ বছরের জন্য কারাগারে প্রেরণ করা হয়। এন.এইচ/জেসি

এই বিভাগের আরো খবর