নতুন পাইপ লাইনে যেনো অবৈধ সংযোগের সুযোগ না থাকে : কাউন্সিলর অসিত

যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৭ পিএম

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৫ নং ওয়ার্ডের পানি সরবরাহ ও ড্রেনেজ ব্যবস্থার অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের প্রস্তুতিমূলক মতবিনিময় সভা গতকাল সকালে কাউন্সিলর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস। সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুল আজিজ।
এডিবির কনসালটেন্ট ইফতেখার উল ইসলাম, নাসিক সহকারী প্রকৌশলী খন্দকার নাজমুল হোসেন, প্রকল্পের হিসাব রক্ষক গোলাম মোস্তফা বাপ্পী, ওয়ার্ডের বিভিন্ন এলাকার নাগরিক প্রতিনিধি হিসাবে মতামত ব্যক্ত করেন তারিক বাবু, সোহেল আক্তার, মিজানুর রহমান টুলু, সুব্রত কুমার সাহা, শাহানাজ আক্তার, আশরাফ উদ্দিন আহমেদ, ১৫ নং ওয়ার্ড সচিব মোঃ আবুল কালাম প্রমুখ।
সভায় অসিত বরণ বিশ্বাস বলেন, সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা না হলে শুধু ড্রেন বড় করলেই সমস্যার সমাধান হবে না। ইতিমধ্যেই ১৫ নং ওয়ার্ডে দিনের বেলায় দৃশ্যমান ময়লা আবর্জনা শূণ্যের কোঠায় নিয়ে আসার কার্যক্রম হাতে নেয়া হয়েছে। ওয়ার্ডে ২৮টি ব্লকে ভাগ করে পরিচ্ছন্নতার কার্যক্রম পরিচালিত হবে। ওয়ার্ডের রাস্তা ঘাট পরিস্কারের জন্য ঝাড়ু ও ট্রলি এক করে দেয়া হয়েছে।
অর্থনৈতিকভাবে সিটি কর্পোরেশন দায়িত্ব নেওয়ার পরেও নাগরিকরা কাঙ্খিত সুফল পাচ্ছে না। তিনি আরও বলেন, সিটি কর্পোরেশনের পানি সরবরাহের নতুন পাইপ লাইনে যেনো কোন অবৈধ সংযোগ নিতে না পারে সে ধরনের প্রযুক্তি ব্যবহারের আহ্বান জানান।
পানি সরবরাহের পাইপ যেনো গভীর ড্রেনের সাথে একাকার না হয়ে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। যেহেতু প্রকল্পটি এডিবির ঋণের আওতায় বাস্তবায়িত হবে, তাই নাগরিকদেরও হোল্ডিং ট্যাক্সসহ নিয়মিত কর প্রদানের মাধ্যমে এই উন্নয়ন প্রকল্পের কাজকে এগিয়ে নিয়ে যেতে হবে।