শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

না ফেরার দেশে চলে গেলেন বিকেএমইএ’র হুমায়ুন কবির শিল্পী

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২০  

বাংলাদেশের তৈরী পোশাক কারখানার মালিকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) এর সাবেক সহসভাপতি (অর্থ) হুমায়ুন কবির খাঁন শিল্পী (৫২) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

 

হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ২৪ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শনিবার বাদ-জোহরের টানবাজার জামে মসজিদে প্রথম এবং মাসদাইর কেন্দ্রীয় গোরস্থান মসজিদে তার দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার পর মাসদাইর গোরস্থানে তাকে সমাহিত করা হয়।

 

বিকেএমইএ ও বিজিএমইএ’র পক্ষ থেকে হুমায়ুন কবিরের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

 

বিকেএমইএ’র সভাপতি একেএম সেলিম ওসমান এবং প্রথম সহ-সভাপতি মোহাম্মদ হাতেম হুমায়ুন কবিরের আত্মার মাগফেরাত কামনা এবং সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন।
 

এই বিভাগের আরো খবর