Logo
Logo
×

রাজনীতি

না.গঞ্জ-৩ আসনে এক পরিবারে তিন সাংসদ প্রার্থী

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৩, ০১:৪৯ পিএম

না.গঞ্জ-৩ আসনে এক পরিবারে তিন সাংসদ প্রার্থী
Swapno


জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসলেই নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশীতদের সমাহার মিলে। তবে তাদেরকে নির্বাচনের পূর্বে মনোনয়ন লাভের প্রত্যাশাতেই দেখা মিলে এর পূববর্তী সময়ে তাদেরকে সোনারগাঁয়ের রাজনৈতিক ময়দানে দেখা যায় না।

 

 

যার কারণে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে ডজন খানেক নৌকার প্রার্থী প্রায় ছুঁই ছুঁই। তবে এরমধ্যে একই পরিবারে তিনজনকে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী হতে দেখা গিয়েছে।

 


দলীয় সূত্র বলছে, নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনে চাচাসহ দুই ভাতিজা আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশা করছেন। তবে এই পরিবার থেকেই নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে আওয়ামীলীগকে নেতৃত্ব দিয়ে যুগে যুগে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসেবে সাংসদ হয়েছেন।

 

 

তবে দ্বাদশ নির্বাচনের পূর্বে দেখা দিয়েছে ব্যতিক্রম এই পরিবার থেকেই প্রার্থী হয়েছেন তিনজন। এতে করে সোনারগাঁয়ের তৃণমূল আওয়ামীলীগ নেতারা একই পরিবারের তিনজন প্রার্থী হওয়ায় তীব্র সমালোচনা করছে।

 

 

একই পরিবারের তিনজন নৌকার প্রার্থীর মধ্যে একজন নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতীকে সাংসদ নির্বাচিত হলেও দশম ও একাদশ সংসদ নির্বাচনে টানা দুবার আওয়ামীগ থেকে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশা করেও মনোনয়ন বঞ্চিত হোন।

 

 

তবে দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি আবারও আওয়ামীলীগ থেকে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশা করছেন। তবে তারই আপন চাচা মনির হোসেন দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী হয়েছেন। যিনি গত সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশা করে মনোনয়ন বঞ্চিত হোন।

 

 

তারপরও আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রার্থী হয়েছেন। এছাড়া মনির হোসেনের ভাতিজা ও কায়সার হাসনাতের চাচাত ভাই নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সাবেক সাংসদ মোবারক হোসেনের ছেলে এরফান হোসেন দীপও দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশায় প্রার্থী হয়েছেন।

 

 

তবে তার প্রার্থীতা নিয়ে স্থানীয় আওয়ামীলীগ নেতারা ইতিবাচক ভূমিকায় রয়েছেন। কারণ একজন সাবেক সাংসদের ছেলে তরুণ ক্লিন ইমেজের নতুন মুখ হিসেবে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশা করে নৌকা প্রতীকের প্রার্থী হওয়া সম্ভাভনাময়।

 

 

কারণ বিগত দুই সংসদ নির্বাচনে এই পরিবার থেকে আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশা করে মনোনয়ন বঞ্চিত হয়েছেন এবং তার চাচা গত সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশা করে বঞ্চিত হয়েছেন।

 

 

যার কারণে তৃণমূলের নেতারা একই পরিবারে তিনজনকে প্রার্থী হিসেবে না দেখে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে সাবেক সাংসদ মোবারক হোসেনের ছেলে এরফান হোসেন দীপকে এই পরিবার থেকে মনোনয়ন প্রত্যাশায় দেখতে চাচ্ছেন।   এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন