না.গঞ্জের চারটি আসনে আ.লীগের প্রার্থী যারা

যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৩, ০৪:৫৫ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নারায়ণগঞ্জের ৫টি আসনের মধ্যে ৪ টি আসনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ।
নারায়ণগঞ্জ-১ আসনে প্রার্থী হিসেবে গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-২ আসনে প্রার্থী হিসেবে নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থী হিসেবে শামীম ওসমান ও নারায়ণগঞ্জ-৩ আসনে প্রার্থী হিসেবে আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের নাম ঘোষণা করা হয়। আজ আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তবে নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থীর নাম ঘোষণা করেনি দলটি। এই আসনে বর্তমানে জাতীয় পার্টির এমপি সেলিম ওসমান রয়েছেন।