বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

নারায়ণগঞ্জ আইনজীবী সমিতি নির্বাচন (২০২২- ২০২৩)

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২২  

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি (২০২২- ২০২৩) কার্যকরী পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল ও সাধারণ সম্পাদক এড. রবিউল আমীন রনী নেতৃত্বাধীন প্যানেল ১৭ পদের সবকটিতে বিজয়ী হয়েছেন।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি (২০২২- ২০২৩) কার্যকরী পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল ও সাধারণ সম্পাদক এড. রবিউল আমীন রনী নেতৃত্বাধীন প্যানেল ১৭ পদের সবকটিতে বিজয়ী হয়েছেন।

 

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি (২০২২- ২০২৩) কার্যকরী পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল ও সাধারণ সম্পাদক এড. রবিউল আমীন রনী নেতৃত্বাধীন প্যানেল ১৭ পদের সবকটিতে বিজয়ী হয়েছেন। মঙ্গলবার ( ১৮ জানুয়ারী) রাত বারোটায় নির্বাচন কমিশনার এ ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার ১ হাজার ৩৮ জন । ভোট কাস্ট হয়েছে ৯৯২টি । নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সিনিয়র আইনজীবী সামছুল ইসলাম ভুইয়া।



নির্বাচনে বিজয়ী সভাপতি পদে এড. হাসান ফেরদৌস জুয়েল পেয়েছেন ৬৭২ ভোট , সিনিয়র সহ-সভাপতি পদে এড. আলাউদ্দিন আহমেদ পেয়েছেন ৬৫১ ভোট , সহ-সভাপতি পদে এড. সুবাস বিশ্বাস পেয়েছেন ৫৩৬ ভোট , সাধারণ সম্পাদক পদে এড. রবিউল আমীন রনী পেয়েছেন ৫৪৪ ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এড. মাহমুদুল হক মমিন পেয়েছেন ৪৫১ ভোট , কোষাধ্যক্ষ পদে এড. আবুল বাশার রুবেল পেয়েছেন ৫৫১ ভোট, আপ্যায়ণ সম্পাদক পদে এড. মোঃ স্বপন ভূঁইয়া পয়েছেন ৬৬৪ভোট, লাইব্রেরী সম্পাদক পদে এড. হাছিব উল হাছান রনি পেয়েছেন ৭০৮ ভোট, ক্রীড়া সম্পাদক পদে এড. সোহেল আজাদ পেয়েছেন ৬১৮ ভোট , সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে এড. রাজিয়া আমিন কাঞ্চি পেয়েছেন ৬১৬ ভোট , সমাজ সেবা সম্পাদক পদে এড. মোঃ রাশেদ ভূঁইয়া পেয়েছেন ৫২৩ ভোট, আইন ও মানবাধিকার সম্পাদক পদে এড. আব্দুল মান্নান পড়েছেন ৬৯১ ভোট।  এছাড়াও কার্যকরী সদস্য পদে এড. এরশাদুজ্জামান ইমন পয়েছেন ৬৩৭ ভোট , এড. হালিমা আক্তার পেয়েছেন ৬২৭ ভোট , এড. হোসেন আহম্মদ পয়েছেন ৬১০ ভোট, এড. মেরাজ সরকার পেয়েছেন ৬১১ ভোট , এড. অঞ্জন দাস পেয়েছেন ৬৩১ ভোট পেয়ে বিজয়ী হয়।  জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে এবার তিনটি প্যানেল বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও গণতান্ত্রিক আইনজীবী সমিতি মনোনীত (এড. আনোয়ার হোসেন- এড. জসিম উদ্দিন) পরিষদ, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত (এড. হাসান ফেরদৌস জুয়েল-এড. রবিউল আমিন রনী ) ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত (এড. মনিরুল ইসলাম চৌধুরী রতন- এড. এইচ এম আনোয়ার প্রধান ) প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

 

 নিবার্চনকে ঘিরে সকাল থেকেই তিনটি প্যানেলের সমর্থনে আওয়ামীলীগ ও বিএনপিপন্থী আইনজীবী এবং শীর্ষ নেতারা পৃথক দুটি প্যান্ডেলের ভেতর বসে তাদের প্রার্থীদের উৎসাহ যুগিয়েছেন। আদালত পাড়ায় দিনভর আওয়ামী লীগের সাদা প্যানেলের পক্ষে সাংসদ একেএম শামীম ওসমানের অনুসারী আওয়ামীলীগের নেতাকর্মী ও বহিরাগতরা ব্যাপক শো-ডাউন করতে দেখা গেছে। তিনটি প্যানেলের পক্ষে জেলা ও মহানগর আওয়ামীলীগ ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর