নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের উদ্যোগে শাহাদাৎ বার্ষিকী পালন

যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ৩১ মে ২০২৩, ০৪:০৬ পিএম

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের উদ্যোগে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়।
মঙ্গলবার (৩১ মে) নারায়ণগঞ্জ বাস টার্মিনাল এলাকায় নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস.এম আসলামের সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের সদস্য সচিব ফারুক হোসেনের সঞ্চালনায় দোয়া মাহফিল ও খাবার বিতরণের আয়োজন করা হয়। দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদ্রেহী আত্মার মাগফেরাত ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা শেষে অসহায় ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এ সময় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু।