শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

নারায়ণগঞ্জ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করা হয়েছিল-শামীম

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ৪ অক্টোবর ২০২২  



নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, বাংলাদেশের অন্য যে কোনো জায়গার চেয়ে আমরা বলতে পারি নারায়ণগঞ্জ একটি সাম্প্রদায়িক সম্প্রিতির জায়গা। এখানে বহুবার চেষ্টা করা হয়েছে সাম্প্রদায়িক সম্প্রিতি নষ্ট করার জন্য, কিন্তু কোনো বারই তা সার্থক হয়নি।

 

 

 

 

কিছু হয়তো কাঁটাছিঁটা ছিঁটিয়েছে কিন্তু আল্টিমেটলি নারায়ণগঞ্জে পারেনি এই কারনে যে, বাংলাদেশে বাঙালি জাতীয়তাবাদের যেই চেতনা এই চেতনায় নারায়ণগঞ্জে মানুষ সব সময় সজাগ ও সচেতন ছিলেন।

 

 

 

 

৩ অক্টোবর রাতে শহরের আমলাপাড়া পূজামন্ডপ পরিদর্শনে এস সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, প্রত্যেকটা ধর্মই সুন্দর। ধর্ম সব সময়ই ভালো কথা বলে। এখন কে কতটুকু অন্তর দিয়ে মানে, সেটা হলো দেখার বিষয়।

 

 

 

 

আমি বলবো, ভালো মানুষগুলো যখন এক হয়, তখন একটা সমাজ হয়ে উঠবে। সমাজের ভালো মানুষগুলোকে সামনে এনে আমরা চাই সমাজটাকে ভালো করতে। যেই সমাজে কোনো মাদক থাকবে না, কোনো সন্ত্রাস থাকবে না, ভূমিদস্যু থাকবে না, এমন একটা সমাজ গড়তে চাই।  

 

 

 

 

এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক হাফিজুল ইসলাম, এফ.বি.সি.সি.আই‘র পরিচালক প্রবীর সাহা প্রমুখ। এন.এইচ/জেসি

এই বিভাগের আরো খবর