নারায়ণগঞ্জে ‘আইএলটিএস ওয়ার্ল্ড’ এর যাত্রা শুরু

যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫৯ পিএম

নারায়ণগঞ্জের চাষাড়ায় তোলারাম কলেজ রোডে "আইএলটিএস ওয়ার্ল্ড" এর তৃতীয় শাখা উদ্বোধন উপলক্ষে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সিইও অনিক মুনতাসির স্যার এবং ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার মাজেদুর রহমান স্যার (কানাডা প্রবাসী) বলেন, যারা সহজে ও দ্রুত সময়ের মধ্যে আইএলটিএস এ ভালো ফলাফল করতে চায় তাদের জন্য এ প্রতিষ্ঠান অনেক আন্তরিক।
এছাড়া ওনারা বলেন প্রতিষ্ঠানটি কানাডা, আমেরিকা ,ইংল্যান্ড ও বাংলাদেশের দক্ষ আইএলটিএস শিক্ষক দ্বারা পরিচালিত হবার কারনে সহজে শিক্ষার্থীরা ইংরেজি দক্ষতা অর্জন করতে পারে। এসময় তিনি আরো বলেন এখানের শিক্ষার্থীদের ইংরেজি শিক্ষার লেভেল জিরো থেকে শুরু করে আইএলটিএস পর্যন্ত পড়ানো হয়।
এছাড়া বিদেশে উচ্চশিক্ষা ও স্থায়ী বসবাসের জন্য সকল ধরনের পরামর্শ ও সহযোগিতা করা হয়। "আইএলটিএস ওয়ার্ল্ডে" এর আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সিইও অনিক মুনতাসির স্যার , উপদেষ্টা ও বিশিষ্ট শিক্ষাবিদ আতাউর রহমান স্যার ( ইংল্যান্ড প্রবাসী ), সরকারি তোলারাম কলেজের প্রফেসর, বিশিষ্ট ব্যবসায়ীসহ বিভিন্ন স্কুল-কলেজে ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এন.হুসেইন রনী /জেসি