Logo
Logo
×

রাজনীতি

নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের নেতৃত্বে অবরোধবিরোধী শান্তি শোভাযাত্রা

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৩, ১০:০১ পিএম

নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের নেতৃত্বে অবরোধবিরোধী শান্তি শোভাযাত্রা
Swapno

 

বিএনপির ডাকা নবম দফা অবরোধের বিরুদ্ধে নারায়ণগঞ্জে অবরোধবিরোধী শান্তি শোভাযাত্রা করেছে নারায়ণগঞ্জ -৫ আসনের প্রয়াত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমানের সুযোগ্য পুত্র যুবনেতা আজমেরী ওসমান। বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে আজমেরী ওসমান কর্মী সমর্থকদের নিয়ে অন্যান্য দিনের ন্যায় বিশাল গাড়ি বহর ও মোটরবাইক নিয়ে বিশাল এক শান্তি শোভাযাত্রা করেন।

 

বিএনপি জামায়াতের লাগাতার জ্বালাও পোড়াও কর্মসূচির প্রথম দিন থেকে আজ অবধি বিরামহীন ভাবেই হাজারো সমর্থকদের নিয়ে নারায়ণগঞ্জের রাজপথ সহ অলিগলি শান্তির শোভাযাত্রা করে চষে বেড়াচ্ছেন যুবনেতা আজমেরী ওসমান। এদিন, শহরের কলেজ রোডস্থ নিজ বাসভবন থেকে শান্তির শোভাযাত্রাটি বের করে শহর, ফতুল্লা এবং সিদ্ধিরগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন আজমেরী ওসমান।

 

এ সময় তার সাথে থাকা গাড়ি বহর থেকে হরতাল ও অবরোধ বিরোধী বিভিন্ন স্লোগান দেন  তার কর্মী সমর্থকরা। এ সময় শোভাযাত্রায় আরও উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা কাজি আমির, আওয়ামী লীগ নেতা হামিদ প্রদান, শ্রমিক নেতা রহমত উল্লাহ, নাসির, সুমন, খায়রুদ্দিন মোল্লা, ইফতি, মনির হোসেন সহ জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মী। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন