শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

নারায়ণগঞ্জে মুজিববর্ষ ধ্রুব প্রকাশনা উৎসব

স্টাফ রিপোর্টার 

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২০  

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে ধ্রুব সাহিত্য পত্র মুজিব শতবর্ষ প্রকাশনা উৎসব নারায়ণগঞ্জ চাষাড়াস্থ হোয়াইট হাউজ রেস্টুরেন্ট গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা তিনটায় অনুষ্ঠিত হয়। 

মুজিব শতবর্ষ ধ্র“ব প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মানবজমিন পত্রিকার ষ্টাফ রিপোর্টার, অধিকার নারায়ণগঞ্জ ইউনিটির সমন্বয়ক, সাংবাদিক বিল্লাল হোসেন রবিন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক মুক্ত আওয়াজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এ এস এম এনামুল হক প্রিন্স, ইষ্টার্ন আইডিয়াল কলেজের প্রভাষক মৃত্যুঞ্জয় দত্ত, দৈনিক ডান্ডিবার্তা পত্রিকার বিভাগীয় সম্পাদক জাহাঙ্গীর ডালিম প্রমুখ। 


ধ্র“ব সাহিত্য পত্র মুজিব শতবর্ষ সংখ্যা যাদের লেখায় সমৃদ্ধি হয়েছে শামছুর রাহমান, রফিক আজাদ, আনিসুল হক, অন্নদাশংকর রায়, শামসুজ্জামান, তামান্না, তাসমিয়া তুয়া, আশরাফ পিন্টু, ইসহাক কাজল, ডাঃ আতিউর রহমান, এম এ মোমেন, জালাল খান ইউসুফী, মুহাম্মদ জাফর ইকবাল, এ এস এম এনামুল হক প্রিন্স, মৃত্যুঞ্জয় দত্ত, জাহাঙ্গীর ডালিম, এইচ এস সরোয়ারদী, মোহাম্মদ শারবিন, মারওয়া আফনান, মোহাম্মদ আলী, আবুল খায়ের সিহাব, মির্জা এম এ তুনূর, নুরজ্জামান মুসাফির, মির্জা আইরিন, মির্জা সামিউল ইসলাম মিনার, মাহবুবুল আলম সেলিম, মোঃ মামুন হোসেন। 

চলতি সংখ্যায় ৩২টি লেখা স্থান পায়। সাহিত্য পত্রিকাটি ঢাকা মোহাম্মদপুর থেকে প্রকাশ হচ্ছে। প্রচ্ছদ চার রঙের ম্যাগাজিন সাইজ বত্রিশ পৃষ্ঠায় সমৃদ্ধ হয়েছে। প্রবন্ধ, গল্প, ছড়া, কবিতা, ভ্রমন, মুক্তমত, ইতিহাস, ঐতিহ্য, সাক্ষাৎকার, রম্য রচনা, পর্যালোচনায় বিষয়বস্তু স্থান পায়। 

ধ্র“ব সাহিত্য পত্রের সম্পাদক আবু রায়হান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।