শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

নারায়ণগঞ্জে ৩০ মার্চ নতুন করে আক্রান্ত ৮০, মৃত্যু নেই

যুগের চিন্তা অনলাইন

প্রকাশিত: ৩০ মার্চ ২০২১  

গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জ জেলায় আক্রান্ত হয়েছে ৮০ জন। কোন মৃত্যু নেই। মঙ্গলবার (৩০ মার্চ) সকালে জেলা সিভিল সার্জন থেকে প্রকাশিত করোনা বিষয়ক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ।

 

সিভিল সার্জন অফিস থেকে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ৫৭৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৮০ জনকে করোনা পজেটিভ হিসেবে শনাক্ত করা হয়। নমুনা পরীক্ষা অনুযায়ী আক্রান্তের হার শতকরা ১৩.৮৪ জন।

 

জেলা সিভিল সার্জনের তথ্যানুযায়ী নারায়ণগঞ্জে এখন পর্যন্ত মোট করোনা নমুনা পরীক্ষা করা হয়েছে মোট ৮৫ হাজার ১৯১ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৯৬৬ জন এবং মৃত্যু হয়েছে মোট ১৬৮ জনের। করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন ৮ হাজার ৯৮৪ জন।
 

এই বিভাগের আরো খবর