শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

নারায়ণগঞ্জে ৩২০০ কেজি বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি জব্দ

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৩  


নারায়ণগঞ্জে তিন হাজার দুশ’ কেজি বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়েছে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে ধলেশ্বরী ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে নরসিংদী ও সিলেট গামী দুটি ট্রাক তল্লাশি করে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পাগলার সদস্যরা ওই চিংড়ি জব্দ করে।

 

 

লেফটেন্যান্ট শাম্স সাদেকীন নির্ণয় এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।তিনি আরও জানান, জব্দকৃত জেলী পুশকৃত চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

 

অভিযানে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা উপ-সহকারী মৎস্য কর্মকর্তা মো. আশিকুর রহমান। পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জেলি পুশকৃত চিংড়ি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এন.হুসেইন/জেসি
 

এই বিভাগের আরো খবর