শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

নারায়ণগঞ্জে ৭২ ঘন্টায় করোনায় আক্রান্ত নেই

যুগের চিন্তা অনলাইন

প্রকাশিত: ১ এপ্রিল ২০২২  

নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরও ১শ’ ৪১ জনের করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়েছে। করোনা ভাইরাসের প্রকোপ অনেকটা কমের দিকে, তবুও স্বাস্থ্য সচেতনতা অবলম্বন করতে বলা হচ্ছে প্রতিনিয়ত।

 

নারায়ণগঞ্জে অধিকাংশ মানুষ করোনার টিকার আওতায় চলে এসেছে। বর্তমানে করোনার সংক্রমণ কিছুটা কমতির দিকে। নতুন করে কোন আক্রান্ত নেই। এই নিয়ে জেলায় মোট ৩০ হাজার ৩শ’ ৪৬জন আক্রান্ত হয়েছেন।

 

জেলার স্বাস্থ্য বিভাগের তথ্য মতে নতুন করে কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি। নারায়ণগঞ্জে এ যাবৎ ৩শ’ ৩৩ জনের মৃত্যু হয়েছে, তবে এই সংখ্যা বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী আরও বেশী।

 

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস থেকে প্রকাশিত দৈনিক প্রতিবেদন অনুযায়ী শুক্রবার (১ এপ্রিল) সকাল পর্যন্ত এই তথ্য পাওয়া গেছে। এখন পর্যন্ত মোট ২ লাখ ৪৩ হাজার ৫৩৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ যাবৎ সুস্থ হয়ে উঠেছেন ৩০ হাজার ৭জন। 
 

এই বিভাগের আরো খবর