মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪   চৈত্র ৫ ১৪৩০

নাশকতা মামলায় বিএনপি’র আরও তিন নেতা কারাগারে

কোর্ট রিপোর্টার

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২১  


নারায়ণগঞ্জ হেফাজতের হরতাল চলাকালে সিদ্ধিরগঞ্জে মহাসড়কে নাশকতার  ঘটনায় পুলিশ ও  র‌্যাব -১১  সদস্যর দায়ের করা  ২টি মামলায় গ্রেফতার  বিএনপি’র  ৩ নেতাকে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন আদালত। বিএনপি’র তিন নেতাকে পুলিশ গককাল ভোরে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে।আদালত সূত্রে জানা যায়, প্রথমে এ ঘটনা ৪ জনকে গ্রেফতার করেন পুলিশ। পরে পুলিশ জানতে পারে একজন মানুষিক সমস্যা থাকার কারণে তাকে ছেড়ে দেন । পুলিশ  সদস্যর  দায়ের করা মামলার আসামি হলো,মোস্তফা হোসেন ওরফে আনোয়ার(৪০) ফতুল্লা থানার এনায়েত নগর  পশ্চিম পাড়া এলাকার কামরুল হকের ছেলে এবং সিদ্ধিরগঞ্জ মিজমিজি দক্ষিন পাড়া এলাকার মৃত.ইউসূফ সরদারের ছেলে মো. মামুন মিয়া (৩৯) । অন্যদিকে অন্যদিকে র‌্যাব -১১ এর দায়ের করা মামলায় ফারুখ হোসেন (৪০) সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি দক্ষিন পাড়া এলাকার আব্দুল খালেক এর ছেলে। গতকাল বিকেলে নারায়ণগঞ্জ জেষ্ঠ্য বিচারিক হাকিম আহমেদ হমায়ুণ কবীর এর আদালতে আসামিদের পক্ষের আইনজীবী জামিনের জন্য আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন। এর আগে একই মামলায়  ২ নং সিটিকর্পোরেশন এর কাউন্সিলর ইকবাল হোসেন ্ও বিএনপি’র আরেক নেতা ফিরোজকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এ বিষয়টি নিশ্চিত করেন কোর্ট পুলিশের সহকারী উপ- পরিদর্শক (এএসআই ) রোকনুজ্জামান। প্রসঙ্গত, ২৮ মার্চ হেফাজত ইসলাম কর্তৃক ডাকা সারা দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচী পালনকালে দুস্কৃতিকারীরা নারায়ণগঞ্জ জেলার   সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল ডাচবাংলা ব্যাংকের সামনে এলাকায় ব্যাপক সহিংসতা, গাড়ি ভাংচুর, নাশকতা সৃষ্টি ও অগ্নি সংযোগ করে জনমনে ভয়ভীতি সঞ্চার ও সরকারী কাজে বাঁধা সৃষ্টি করে। এ ঘটনায় র‌্যাব  বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে অজ্ঞাত নামা   ৮০০ থেকে ১০০০ জনকে আসামী করে র‌্যাব -১১ সদস্য একটি মামলা দায়ের করেন। সেই মামলায় প্রথমে গ্রেফতার দেখানো হয় কমিশনার ইকবাল হোসেনকে। পরে গতকাল  মোস্তফা হোসেন ওরফে আনোয়ার , মামুন মিয়া ও  ফারুখ হোসেনেকে  গ্রেফতার করে আদালতে প্রেরণ করলে আদালত তাকে কারাগারে প্রেরণ আদেশ দেন।

এই বিভাগের আরো খবর