Logo
Logo
×

নগরের বাইরে

নিখোঁজ রমজানকে খুঁজে পেতে ভাইয়ের আকুতি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৫ জুলাই ২০২৩, ০৭:৪৪ পিএম

নিখোঁজ রমজানকে খুঁজে পেতে ভাইয়ের আকুতি
Swapno

 

নারায়ণগঞ্জ সদর থানাধীন বেপারি পাড়া এলাকার আঃ হামিদ মিয়ার ভাড়াটিয়া মো. সবুজের ভাই রমজান বাসা থেকে ঔষধ ক্রয়ের উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হন। ২২ জুলাই ভাড়াটিয়া বাসা হতে বের হয়ে নিখোঁজ রমজান আর বাসায় না ফিরায় তাকে খোজাঁ খুজি করে পাওয়া যায় নাই। এই ঘটনায় নিখোঁজ রমজানের ভাই সবুজ ২৩ জুলাই নারায়ণগঞ্জ সদর মডেল থানায় জিডি করেন যার জিডি নম্বর ১১২৯।  

 

জিডিতে সবুজ উল্লেখ্য করেন, নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন বেপারী পাড়া আমার ভাড়া বাসা হইতে আমার ছোট ভাই মোঃ রমজান (২২) ঔষধ ক্রয় করার জন্য ডিয়াইটি মার্কেটের উদ্দেশে বাহির হয়। পরবর্তীতে আর বাসায় ফেরত আসে নাই। বর্তমানে খোঁজাখুঁজি অব্যাহত আছে। বিবরনঃ ০১। নামঃ মোঃ রমজান (২২)  ০২। উচ্চতাঃ আনুমানিক ৫ফুট ৬ ইঞ্চি, গায়ের রংঃ শ্যাম বর্নের। নিখোঁজ হওয়ার সময় কালো জিন্স প্যান্ট ও টি শার্ট পরিহিত অবস্থায় নিখোঁজ হয়। কেউ যদি আমার ভাইয়ের সন্ধান পেয়ে থাকেন তাকে এই ০১৭৪৯৯৩৬৩২৭ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। এস.এ/জেসি

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন