বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

নিতাইগঞ্জে ধান চাউল মালিক সমিতির সাবেক সভাপতির স্ত্রীর কারাদন্ড

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ১৮ জুলাই ২০২২  

 

অর্থ আত্মসাতের অভিযোগে নিতাইগঞ্জ ধান চাউল মালিক সমিতির সাবেক সভাপতি আলী আক্কাস এর সহধর্মিনী হেনা আক্তারকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর ৩য় আদালত। একই সাথে আসামীকে ২ হাজার টাকা অর্থদন্ড ও আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে। 

 

জানা যায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর অপর পাশে পৌর বাইতুল ইজ্জত জামে মসজিদের নিজ তলা মার্কেটে আলী আক্কাস এর সহধর্মিনী হেনা আক্তার এর পজিশন বরাদ্দ কেনা একটি দোকান ছিল। সেই দোকানটি হেনা আক্তার গত ২০১৭ সালে ৪ লক্ষ টাকা অগ্রিম নিয়ে নিউ পূবালী রাইজ এর প্রোপাইটার সোহেল নামে একজন চাউল ব্যবসায়ীক এর কাছে ভাড়া দেন। পরে ২০১৯ সালে সোহেল দোকান ছেড়ে দিলে তার সেই অগ্রিম ৪ লক্ষ টাকা ফেরত দেননি হেনা আক্তার। পরে ব্যবসায়ী সোহেল বাদী হয়ে কাশীপুর কলেজ রোড জহুরা মঞ্জিল এর বাসিন্দা ও নিতাইগঞ্জ ধান চাউল মালিক সমিতির সাবেক সভাপতি আলী আক্কাস এর সহধর্মিনী হেনা আক্তারের নামে টাকা আত্মসাতের একটি মামলা করেন। মামলার সি.আর নং ৪৩৪/১৯। সেই মামলা গত ১৭/৭/২০২২ইং তারিখে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর ৩য় আদালতে সাজার রায় ঘোষণা দেন। এমই/জেসি    
 

এই বিভাগের আরো খবর