নির্বাচন ঘিরে না.গঞ্জ-৩ আসনে উত্তাপ

যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২৪ পিএম

# আ.লীগ-বিএনপি পুনরুদ্ধারে মরিয়া
# জাপা আবারো ধরে রাখতে চায়
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। নির্বাচন কমিশন এমন মন্তব্য করেছে। সেই অনুযায়ী নভেম্বরের প্রথম দিকে নির্বাচনের তফসিল ঘোষনা হতে পারে। এদিকে আবার নির্বাচন ঘিরে আমেরিকার স্যাংশন ঘোষনা হওয়ায় দেশে আলোচনা তৈরী হয়েছে। সব কিছু মিলিয়ে নির্বাচনের মাঠে এখন উত্তাপ তৈরী হয়েছে।
এদিকে নারায়ণগঞ্জের ৫টি আসনে নৌকার দাবী জানিয়ে আসছেন স্থানীয় আওয়ামী লীগের নেতারা। তার মাঝে নারায়ণগঞ্জ-৩ আসনটি টানা দুই বার জাতীয় পার্টি দখলে রয়েছে। ক্ষমতাসীন দল আগামী নির্বাচনে এই আসনটি উদ্ধারের জন্য মরিয়া হয়ে মাঠে নেমে নৌকার দাবী তুলেছেন। যদিও এখনো নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি কিন্তু সোনারগাঁ জুড়ে বইছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া। কেনান সোনারগাঁ উপজেলা নিয়ে নারায়ণগঞ্জ-৩ আসনটি গঠিত হয়।
সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষ সপ্তাহে কিংবা আগামী বছরের প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৩ আসনের নির্বাচনী এলাকা সোনারগাঁয়ের প্রতিটি পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন আওয়ামী লীগের হেভিওয়েট নেতারা। এছাড়া এখানে জামাত বিএনপিরও একাধিক শক্তিশালী প্রার্থী রয়েছেন। তার মাঝে আওয়ামী লীগের নৌকার মনোনয়ন প্রত্যাশী সবচেয়ে বেশি রয়েছে।
অপরদিকে বিএনপি এই সরকারের অধীনে নির্বাচনে আসবে বললেও আন্দোলনের মাধ্যমে তারা নেতা কর্মীদের চাঙ্গা রেখেছেন। তবে নির্বাচনের প্রচারণায় নেই বিএনপি। রয়েছে আন্দোলনের মাঠে। আন্দোলনের মাধ্যমে একটি অবস্থান নিশ্চিত করার পর দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত হলে মাঠে প্রচারণায় নামবেন বিএনপি। কিন্তু ভিতরে ভিতরে আন্দোলনে থেকেই তারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।
সারেজমিনে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, নারায়ণগঞ্জ-৩ আসনটি জাতীয় পার্টিকে এবার কোনো ভাবে ছাড় দিতে চান না আওয়ামী লীগ। কেননা এখানে আওয়ামী লীগের এমপি না থাকায় এখানকার স্থানীয় নেতা কর্মীরা অবহেলিত হয়ে রয়েছে। তাই আসনটি উদ্ধারের মিশনে নেমেছে ক্ষমতাসীন দলের একাধিক প্রার্থী। এই আসনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী ১০/১২ জনের নাম শোনা গেলেও ভোটের লড়াইয়ে এগিয়ে থাকতে প্রতিদিন প্রচারণায় মাঠ চষে বেড়াচ্ছেন আওয়ামী লীগের ৪ থেকে ৫ জন প্রার্থী।
তারা হলেন- নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কায়সার হাসনাত, সোনারাগাঁ উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আবু জাফর চৌধুরী বীরু, কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য এ এইচ এম মাসুদ দুলাল, সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী হাসনাত পরিবারের সদস্য ও সাবেক সংসদ সদস্য মরহুম মোবারক হোসেনের সন্তান এরফান হোসেন দ্বীপ, সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. সামসুল ইসলাম ভূঁইয়ার ছেলে নগদের নির্বাহী পরিচালক মারুফুল ইসলাম ঝলক।
তারা নির্বাচনী এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা তিনবার রাষ্ট্রক্ষমতায় থেকে সারাদেশকে যেভাবে উন্নয়নের মোড়কে সাজিয়েছেন সেই উন্নয়ন ফিরিস্তির লিফলেট বিতরণ, পোস্টার সাঁটিয়ে নৌকার ভোট ও দোয়া চাইছেন। তারা প্রত্যেকেই মাঠে নেমে নির্বাচনের উত্তাপ তৈরী করছেন। পাশা পাশি ভোটের মাঠের রাজনীতিতে কোন অংশে পিছিয়ে নেই।
অপরদিকে প্রতিনিয়ত সরকার বিরোধী আন্দোলনের মাধ্যমে মাঠে রয়েছেন বিএনপির সম্ভাব্য প্রার্থীরা। তারা সরকার পদত্যাগের দাবী জানিয়ে এক দফা আন্দোলনে রয়েছেন। সেই সাথে বরাবরের মত বলে আসছেন এই সরকারের অধীনে বিএনপি নির্বাচনে অংশ গ্রহন করবেন না। কিন্তু নিরপেক্ষ নির্বাচনের দাবীতে আন্দোলনে থেমে থাকেন নাই।
তবে বিএনপিতে আলোচনা উঠেছে নারায়ণগঞ্জ-৩ আসনটি উদ্ধার করতে একাধিক প্রার্থী মাঠে নেমেছেন। তার মাঝে সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্না রয়েছেন, এছাড়া এই আসনের সাবেক এমপি রেজাউল করিমও এবার জোরে সরে মাঠে নেমেছেন। তারা দুজনেই এখানকার হেভিওয়েট প্রার্থী।
অন্যদিকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা বিশ্বাস করেন এই আসনে আবারও তৃতীয়বারের মতো জাতীয় পার্টিকে ছাড় দেওয়া হবে। আর সেই বিশ্বাস নিয়ে আবারও এমপি হওয়ার সম্ভব্যতায় ফুরফুরে মেজাজে মাঠ চষে বেড়াচ্ছেন জাতীয় পার্টির বর্তমান এমপি লিয়াকত হোসেন খোকা। ইতোমধ্যে তিনি সোনারগাঁয়ে জাতীয় পার্টিকে শক্তিশালী হিসেবে ঘাটি তৈরী করেছেন। তাছাড়া আওয়ামী লীগের একটি অংশ তার সাথে আতাত করে চলেন।
অপরদিকে নানা কর্মসূচি দিয়ে আন্দোলনের মাঠে সক্রিয় জামায়াত ইসলাম রাজনৈতিক অঙ্গনে দৃশ্যমান। নির্বাচনের আগে ভোটের মাঠের জন্য দলকে প্রস্তুত করে তোলতে নারায়ণগঞ্জ-৩ আসনের নির্বাচনী এলাকা সোনারগাঁয়ের প্রতিটি পাড়া-মহল্লায় চষে বেড়াচ্ছেন জামায়াতের মনোনীত প্রার্থী ড. মাওলানা ইকবাল হোসেন ভূঁইয়া।
রাজনৈতিক বিশ্লেষকদের মাঝে আলোচনা হচ্ছে নারায়ণগঞ্জ-৩ আসনটি গুরুত্বপুর্ণ হওয়ায় আওয়ামী লীগ বিএনপি জামাত এখানে উত্তাপ তৈরী করছে। কেননা ইতোমধ্যে এখানে নির্বাচনে হাওয়া বইছে। কেউ কাউকে ছাড় দিচ্ছে না। কথার লড়াই চলমান রয়েছে। জাতীয় পার্টিও এই আসনটি ধরে রাখতে কোন দিক থেকে কার্পণ্য করছে না। তাই সব কিছু মিলিয়ে এই আসনটি রাজনৈতিক উত্তাপ বইছে। এস.এ/জেসি