নির্বাচনের পর সেলিম ওসমান কথা রাখবেন তো?

যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৩, ০৮:৫৭ পিএম

# ফুটপাত ও রাস্তাঘাট হকার মুক্ত করায় দুইজন এক সাথে কাজ করলে ভিন্ন হতো পরিস্থিতি
এবার নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান বলেছেন তিনি সিটি করপোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভীকে সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জকে মেট্রোপলিটান সিটি বানাবেন। সম্প্রতি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভীও বেশ কয়েকটি অনুষ্ঠানে সেলিম ওসমানের প্রশংসা করে বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন সেলিম ওসমান কিছু কাজে তাকে সহায়তা করেছেন এবং সেসব কাজ বাস্তবায়ন হয়েছে।
তিনি সেলিম ওসমানের সহযোগীতা চান। সেলিম ওসমানও বার বার মেয়র আইভীর সহায়তা চেয়েছেন। তাই নারায়ণগঞ্জের সচেতন মহল মনে করেন এখন একটি পরিবেশ সৃষ্টি হয়েছে। এরই মাঝে সেলিম ওসমান এবং শামীম ওসমান দুই এমপিই সিটি করপোরেশনের উন্নয়ন প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে তারা মেয়রের সাথে কুশল বিনিময় করেছেন। এক সাথে বসে চা পান করেছেন। তাই নারায়ণগঞ্জবাসী আশা করছেন তারা জনগনের স্বার্থে এক সাথে কাজ করবেন।
কিন্তু অনেক পর্যবেক্ষক মনে করেন যেহেতু জাতীয় নির্বাচন সামনে এবং তাদেরকে এমপি হতে হবে তাই তারা এখন মেয়র আইভীর সাথে নমনীয় আচরণ করছেন। কিন্তু নির্বাচনের পর যদি ওসমান ভ্রাতৃদ্বয় এমপি নির্বাচিত হতে পারেন তাহলে আবার তারা জনগনের চিন্তা মাথা থেকে বাদ দিয়ে মেয়র আইভীর সাথে বিরোধ শুরু করবেন কিনা? কারণ তারা তো মানুষের কান কথা শোনেন না। বিশেষ করে শামীম ওসমান এমপি এমন কিছু লোককে সঙ্গে নিয়ে চলেন যাদের নূন্যতম কোনো যোগ্যতা নেই।
তারা শামীম ওসমানকে ঘিরে রেখে নানা রকম কান পরা দেন এবং নিজেদের আখের গুছান। তাই জাতীয় নির্বাচনের পর মেয়র আইভীর সাথে মিলেমিশে কাজ করবেন এটা অনেকেই বিশ্বাস করেন না। তবে এটাও সত্য যে সেলিম ওসমান এমপি কান কথা শোনেন কম। তিনি জনগনের জন্য আন্তরিকভাবেই কিছু করতে চান। তাই তিনি আর আইভী যদি একতাবদ্ধ হয়ে কাজ করেন তাহলে নারায়ণগঞ্জকে কেবল মেট্রোপলিটান সিটিই নয় বরং আরো ব্যাপক উন্নয়ন করতে পারবেন।
এদিকে দেশের সার্বিক পরিস্থিতি যে পর্যায়ে গিয়ে ঠেকেছে তাতে আগামী নির্বাচন কিভাবে হয় সেটা এখনো পরিষ্কার করে বলা যাচ্ছে না। তবে এখন পর্যন্ত দেশে যে অবস্থা বিরাজ করছে তাতে আবারও যে সংসদ সদস্য সেলিম ওসমান এবং শামীম ওসমান এমপি হবেন এটা প্রায় নিশ্চিৎ করেই বলা যায়। তাই সেলিম ওসমান এমপি হয়ে যদি মেয়র আইভীকে সহযোগীতা করতে চান তাহলে তিনি প্রথমেই নারায়ণগঞ্জ শহরকে জঞ্জালমুক্ত করবেন কিনা সেই প্রশ্ন রয়েছে।
নারায়ণগঞ্জ শহর থেকে হকারদের উচ্ছেদ করে একটি নির্ধারিত জায়গা দিতে হবে। এবং সেটা হতে পারে চাষাঢ়ার হকার্স মার্কেট। আর এই হকার্স মার্কেটকে বহুতল ভবন করতে হবে। কিন্তু সেটা সম্ভব হোক বা না হোক কোনো মতেই এই শহরের ফুটপাতগুলিতে হকারদের রাখা যাবে না। সেলিম ওসমান যদি এই একটি কাজে মেয়র আইভীকে সহায়তা করেন তাহলেই একটি বড় কাজ করা হবে বলে নারায়ণগঞ্জ শহরবাসী মনে করেন। এছাড়া আরো অনেক কাজই রয়েছে যা কিনা তারা দুইজনে মিলে করলে ব্যাপকভাবে লাভবান হবেন এই শহরের সাধারণ মানুষ। এস.এ/জেসি