বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০

নৌকার যোগ্য আইভী, বললেন আওয়ামী লীগ নেতারা

যুগের চিন্তা অনলাইন

প্রকাশিত: ২৯ জুন ২০২১  

আওয়ামী লীগের মনোনয়নে ২০০৩ সালে প্রথমবার নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী। পৌরসভা বিলুপ্ত হবার পর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে পরপর দুইবার মেয়র নির্বাচিত হন। আসন্ন নাসিক নির্বাচনেও অংশ নেবেন বলে জানিয়েছেন এই নারী নেত্রী।

 

প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার কাছে আওয়ামী লীগের মনোনয়নও চাইবেন বলে গত রোববার এক অনুষ্ঠানে তিনি জানান। তার এই ঘোষণায় সমর্থন জানিয়েছে স্থানীয় আওয়ামী লীগের নেতারা। তাদের অনেকেই বলছেন, ইতিপূর্বে ডা. সেলিনা হায়াৎ আইভী তার যোগ্যতা ও মনোনয়ন পাওয়ার যথার্থতার প্রমাণ দিয়েছেন। দলীয় সভানেত্রী অবশ্যই বিবেচনা করবেন। নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি প্রবীণ নেতা আব্দুল হাই বলেন, ‘উনি গতবারও সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে নৌকা নিয়ে বিজয়ী হয়েছেন। স্বাভাবিকভাবে উনি এবারও নৌকা চাইবেন। নৌকা দেয়া বা না দেয়ার ক্ষমতা জননেত্রী শেখ হাসিনার হাতে। জননেত্রী যোগ্য মনে করলে আবারও তাকে মনোনয়ন দেবেন।’

 

আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য অ্যাড. আনিসুর রহমান দিপু বলেন, ‘উনি দলের একজন নেতা বা কর্মী হিসেবে মনোনয়ন চাইবেন। এ বিষয়ে নেত্রী বিবেচনা করে সিদ্ধান্ত দিবেন। আমার বিশ্বাস ওনার বিষয়টি নেত্রী বিবেচনা করবেন।’ ‘বিগত দিনে নারায়ণগঞ্জের ব্যাপক উন্নয়ন কর্মকান্ডই আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার জন্য ডা. সেলিনা হায়াৎ আইভীকে যোগ্য করে তোলে’ মন্তব্য করে জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাদির বলেন, ‘বর্তমান মেয়র টানা দ্বিতীয় বারের মতো সিটি মেয়রের দায়িত্ব পালন করছেন। এর আগেও আওয়ামী লীগের মনোনয়নে পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি। উনি নারায়ণগঞ্জকে উন্নয়নের শিখরে নিয়ে গেছেন। উনি একজন কর্মঠ মেয়র। আমি আশা করি তার কাজের জন্যে আগামী সিটি নির্বাচনে জননেত্রী তাকে আবারও নৌকার মনোনয়ন দিবেন।’

 

একই মন্তব্য আরেক সহসভাপতি অ্যাড. মো. আসাদুজ্জামানের। তিনি বলেন, ‘ডা. সেলিনা হায়াৎ আইভী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হিসেবে নৌকার মনোনয়ন চাইতেই পারেন। উনি জননেত্রী শেখ হাসিনার পথ ধরে নারায়ণগঞ্জে যে ব্যাপক উন্নয়ন করেছেন সেজন্য উনি নেত্রীর কাছে মনোনয়ন আশা করতেই পারেন।’ নারায়ণগঞ্জে নৌকার জন্য বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভী যোগ্য বলে মনে করেন সহসভাপতি আদিনাথ বসু। তিনি বলেন, ‘নেত্রী তাকে নমিনেশন দিলে এবং নির্বাচিত হলে নারায়ণগঞ্জের উন্নয়নমূলক কাজ অব্যাহত থাকবে।’

 

প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী ডা. আইভীকে পুনরায় মনোনয়ন দেবেন বলেই বিশ্বাস করেন যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ‘আমার বিশ্বাস নেত্রী আইভীকেই মনোনয়ন দিবেন। উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখতে আইভীকে আবারও নারায়ণগঞ্জবাসী জয়ী করবে।’ আওয়ামী লীগের মনোনয়ন মেয়র আইভীরই চাওয়া উচিত, বলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত। তিনি আরও বলেন, ‘এটা একটা স্বাভাবিক বিষয়। আর তারই চাওয়া উচিত। সবচেয়ে বড় কথা হলো, উনি নারায়ণগঞ্জের উন্নয়নমূলক কাজ করেছেন, তাতে সাধারণ মানুষ উপকৃত এবং তার প্রতি মানুষের বিপুল সমর্থন আছে বলে আমি মনে করি।

 

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে মেয়র আইভীর বিকল্প কোনো প্রার্থী এখন পর্যন্ত কেউ হয়ে উঠেনি। এখন এ বিষয়গুলো আমাদের নেত্রী বিবেচনা করবেন।’ জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রানু খন্দকার বলেন, ‘আমার মনে হয় আইভী আপার মতো এত ত্যাগী, দক্ষ ও কর্মঠ মেয়র দেশে আর নেই। আরও মেয়রও কাজ করছে কিন্তু আইভী আপার মতো না। নৌকায় আইভী আপার মনোনয়ন নিয়ে আমি আশাবাদী। জননেত্রী শেখ হাসিনা তাকেই মনোনয়ন দিবেন। এটাতে শুধু আনুষ্ঠানিকতা বাকি । আমার বিশ্বাস গতবারের মত নেত্রীকে আবারও জয় তুলে দিবেন আইভী আপা।’


 

এই বিভাগের আরো খবর