মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪   বৈশাখ ১০ ১৪৩১

পরামর্শক বা কোচ করা হবে মাশরাফিকে

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২১  

সাবেক অধিনায়ক মাশরাফি ওয়ানডে ক্রিকেট থেকে এখনও অবসর ঘোষণা না করলেও জাতীয় দলে খেলোয়াড় হিসেবে তার ফেরার আর তেমন কোনো সম্ভাবনা নেই। তবে অধিনায়ক হিসেবে মাশরাফি যেরকম সফল ছিলেন, তাতে অনেকেই তাকে জাতীয় দলের সাথে রাখার পক্ষে।

 

মাশরাফি বিন মুর্তজা আগ্রহ প্রকাশ করলে তাকে জাতীয় দলের পরামর্শক বা কোচের ভূমিকায় নিযুক্ত করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। মাশরাফিকে বোর্ড জাতীয় দলের সাথে চায় বলেও জানিয়েছেন তিনি।

 

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনি, জেপি ডুমিনি, মাহেলা জয়াবর্ধনে তাদের উত্তরসূরিদের পরামর্শক হিসেবে দায়িত্ব পেলে জোরালো হয় মাশরাফিকে পরামর্শক বা কোচ হিসেবে দলের সাথে রাখার দাবি।তবে তখন বোর্ড আগ্রহ না দেখালেও, দলের পারফরম্যান্স যখন সন্তোষজনক না হবার কারনে বারবার ঘুরেফিরে আসছে মাশরাফির মত বিচক্ষণ সাবেক অধিনায়ককে দলের সাথে রাখার বিষয়টি।

 

এ বিষয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, মাশরাফি আসতে চাইলে তাকে যুক্ত করা হবে জাতীয় দলের সাথে। পাপন বলেন, ‘মাশরাফি যদি আসতে চায় আমরা তো চাইবই তাকে নিয়ে আসতে।’তিনি আরও বলেন , ‘এখন পর্যন্ত ওরকম কোনো আলোচনা হয়নি মাশরাফির সাথে ।’ 

এই বিভাগের আরো খবর