বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

পরিবহন শ্রমিকের ছদ্মবেশে মাদক ব্যবসা, ৭১ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২১ মার্চ ২০২১  

আড়াইহাজার উপজেলার বিশনন্দী ফেরীঘাট এলাকা থেকে নূরে আলম (৪০) ও আলাউদ্দিন (৫০) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মিনি ট্রাক ও ১১৫টি প্লাস্টিকের ক্যারেট তাদের কাছ থেকে জব্দ করা হয়।

 

শনিবার (২০ মার্চ) সিদ্ধিরগঞ্জে অবস্থিত র‌্যাব-১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১ এর উপঅধিনায়ক মেজর হাসান শাহরিয়ার জানান, শুক্রবার দুপুর আড়াইটায় তাদের সাথে থাকা একটি মিনি ট্রাক তল্লাশী করে ৭১ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়। 

 

নূরে আলম ও আলাউদ্দিন ভোলার বোরহানউদ্দিন থানার কুতুবা এলাকার বাসিন্দা। তারা উভয়ই চিহ্নিত মাদক ব্যবসায়ী।

 

র‌্যাব আরো জানায়, ইতোপূর্বে তারা উভয়ই মাদক ব্যবসার দায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হয়। তাদের বিরুদ্ধে ভোলার বোরহানউদ্দিন থানায় একাধিক মামলা রুজু রয়েছে। তারা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে চালক ও হেলপারের ছদ্মবেশে পণ্যবাহী ট্রাকযোগে অভিনব কায়দায়  গাঁজা পরিবহন করে আসছিল। 

 

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় র‌্যাব।

এই বিভাগের আরো খবর