Logo
Logo
×

বিচিত্র সংবাদ

পাগলা কুকুরের কামড়ে মসজিদের মোতয়াল্লীসহ আহত-৩

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২১, ০৯:৩৪ পিএম

পাগলা কুকুরের কামড়ে মসজিদের মোতয়াল্লীসহ আহত-৩
Swapno

বন্দরে পাগলা বিড়ালের পর এবার পাগলা কুকুরের কামুড়ে স্থানীয় এক মসজিদের মোতয়াল্লীসহ ৩ জন রক্তাক্ত জখম হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা হলো ঘারমোড়া কেন্দ্রীয় জামে মসজিদের মোতয়াল্লী আব্দুল বাতেন (৬০) শাহাবুদ্দিন (৫৫) ও কাঁচামাল ব্যবসায়ী রুহুল আমিন (৪২)। স্থানীয় এলাকাবাসী আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।

 

গত ৩১ আগষ্ট মঙ্গলবার সকালে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। এলাকাবাসী জানিয়েছে, বন্দর উপজেলা প্রশাসন কর্তৃক কুকুর নিধন না করায় ঘারমোড়া এলাকাসহ এর আশে পাশের এলাকায় কুকুরে সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। অনেক কুকুরে গায়ে পঁচন ধরতে দেখা গেছে। বয়সের ভারে ও খাদ্যের অভাবের কারনে কুকুর গুলো মানুষের সাথে খারাপ আচরন করছে।

 

প্রতিনিয়ত কোন কোন স্থানে পাগলা কুকুর কর্তৃক সাধারন মানুষের জান মালের ব্যাপক ক্ষতি সাধন করছে। পাগলা কুকুরে ভয়ে কেউ রাস্তা বের হতে সাহস পাচ্ছে না। এ অবস্থা থেকে রেহাই পাওয়ার জন্য বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার জরুরী হস্তক্ষেপ কামনা করেছে সচেতন মহল।  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন