বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

পিপি ওয়াজেদ আলী খোকনের স্ত্রী দুদকের জালে

যুগের চিন্তা অনলাইন

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২১  

নারায়ণগঞ্জ জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড.ওয়াজেদ আলী খোকনের স্ত্রী সেলিনা ওয়াজেদ মিনুর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ থাকা এবং মানি মানিলন্ডারিং অভিযোগের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 

সম্প্রতি তদন্তে এসব বিষয়ের প্রমাণ পাওয়ায় এ বিষয়ে মামলা করারও সিদ্ধান্ত নিয়েছে দুদক।

 

দুদক সূত্রে জানা যায়, পিপি ওয়াজেদ আলী খোকনের স্ত্রী সেলিনা ওয়াজেদ মিনুর নামে রয়েছে জ্ঞাত আয় বহির্ভূত বিপুল পরিমাণ সম্পদ। এমন অভিযোগের তদন্তে নামে দুদক।

 

পরে তদন্তে সেলিনা ওয়াজেদ মিনুর নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং মানি লন্ডারিংয়ের প্রমাণ পায় দুদক। এসব অপরাধে দুর্নীতি দমন আইন ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় এবং মানি লন্ডারিং আইন ২০১২ এর ৪(২) ধারায় মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুদক। এ বিষয়ে গত ২ ফেব্রুয়ারি মামলার অনুমতি দেয়া হয়।

 

এ বিষয়ে জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওয়াজেদ আলী খোকনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগর চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এই বিভাগের আরো খবর