Logo
Logo
×

আন্তর্জাতিক

পৃথিবীর কোথাও অতিক্রমণে তাঁর পাসপোর্ট লাগে না !

Icon

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৫৮ পিএম

পৃথিবীর কোথাও অতিক্রমণে তাঁর পাসপোর্ট লাগে না !
Swapno

ডেস্ক রিপোর্ট (যুগের চিন্তা ২৪) : ব্রিটিশ রাণী এলিজাবেথ পৃথিবীর যে প্রান্তেই যান না কেন তাঁর সঙ্গে থাকে বিশাল নিরাপত্তা বাহিনী। থাকে মণি মুক্তার মতো বহুমূল্যের রত্ন। এমনকি তার সঙ্গে তার পোষা কুকুর করজিসের জন্যও থাকে বিশেষ খাদ্য।


 তবে, যে জিনিসটি কখনোই থাকেনা তা হলো পাসপোর্ট। কারণ পৃথিবীর কোথাও কোন সীমান্ত অতিক্রমণে তাঁর পাসপোর্ট লাগে না।


রাণী এলিজাবেথ ছাড়া যেকোন মানুষকেই পৃথিবীর কোন না কোন স্থানে পাসপোর্ট ব্যবহার করতেই হবে। এমনকি সে যদি রাণী ছাড়া ব্রিটিশ রাজপরিবারের অন্য যেকোনো সদস্যও হয় তাও লাগবে। কিন্তু কি এর কারণ ?


জানা গেছে, যতো ব্রিটিশ পাসপোর্ট ইস্যু করা তার সবই রাণীর পক্ষ থেকে। এ প্রসঙ্গে ব্রিটিশ রাজ পরিবারের ওয়েবসাইটে লেখা আছে, ‘রাণী যখন বিদেশে ভ্রমণ করেন তখন তাঁর কোন পাসপোর্টের প্রয়োজন নেই। মেরুণ রঙের ব্রিটিশ পাসপোর্টে দুটি রাজকীয় অস্ত্রের প্রতিকৃতি খোদাই করা আছে। আর লেখা আছে যে, ব্রিটেনের মহিমান্বিত রাণীর পক্ষ থেকে পাসপোর্টধারী ব্যক্তিকে গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে।’


 সুতরাং যেখানে স্বয়ং রাণীই ব্রিটিশ পাসপোর্ট ইস্যু করেন এবং পাসপোর্টধারী ব্যক্তির দায় গ্রহণ করেন সেখানে তাঁর নিজের দায় নিয়ে কারো কোন প্রশ্নই থাকতে পারেনা। তবে, রাণী ছাড়া ব্রিটিশ রাজ পরিবারের অন্য যে কোন সদস্যকেই বিদেশ ভ্রমণে পাসপোর্ট বহন করতে হবে। এমনকি এটি রাণীর স্বামী ডিউক অব এডিনবার্গের জন্যও প্রযোজ্য।


এছাড়াও একই কারণে পৃথিবীর কোথাও রাণী এলিজাবেথের কোনো ড্রাইভিং লাইসেন্সেরও প্রয়োজন নেই।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন