বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

পেটের ভেতরে ইয়াবা পাচার, গ্রেফতার ১

যুগের চিন্তা অনলাইন

প্রকাশিত: ৮ মার্চ ২০২১  

নারায়ণগঞ্জে অভিনব কায়দায় পেটের ভিতর ইয়াবা পাচারের অভিযোগে ১ হাজার ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

 
সোমবার (৮ মার্চ) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব ১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী।


এর আগে ৭ মার্চ বন্দর থানাধীন মদনপুরস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থিত রাফি ফিলিং স্টেশনের সামনে কক্সবাজার থেকে ঢাকাগামী বাস থেকে রমজান শেখ নামক ঐ মাদক পাচারকারীকে আটক করা হয়। 

 

পরবর্তীতে রমজান শেখকে হাসপাতালে নিয়ে তার পেটের ভিতর হতে ১ হাজার ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় পেটের ভিতর ইয়াবা ঢুকিয়ে টেকনাফ থেকে বাসযোগে ঢাকায় এসে নারায়ণগঞ্জ ও ঢাকার মাদক ব্যবসায়ীদের কাছে ইয়াবার চালান পৌঁছে দিয়ে আসছে। সে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন আন্দারমানিক গ্রামের মো.আলম শেখের ছেলে।

 

আটক আসামির বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় র‌্যাব।

এই বিভাগের আরো খবর