শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

প্যালেস্টাইনে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন মঙ্গলবার

যুগের চিন্তা অনলাইন

প্রকাশিত: ১৭ মে ২০২১  

পশ্চিমা বিশ্বের অন্যায় ও অনৈতিক সিদ্ধান্তে ১৯৪৮ সাল থেকে প্যালেস্টাইনের উপর ইসরায়েল দখলদারিত্ব ও ঔপনিবেশিক আগ্রাসন চালিয়ে আসছে। দফায় দফায় আক্রমন করে ইসরায়েল দখর করে নিয়েছে ফিলিস্তিনিদের প্রায় ৯০ শতাংস ভূমি, ফিলিস্তিনিদের করেছে বাস্তুচ্যূত, পরবাসী। 

 

তারা প্রতিনিয়ত হত্যা করে চলেছে শিশু নারী সহ বেসামরিক ফিলিস্তিনি নাগরিকদের। গত সাতদিন আগে জেরুজালেমের আলআসকা মসজিদকে কেন্দ্রকরে নতুন করে শুরু হওয়া সংঘর্ষে এখন পর্যন্ত ৫৫ শিশু সহ দুই শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে জায়নবাদী ইসরায়েল, আহত করেছে প্রায় ১২০০। 

 

ইসরায়েলের এ বর্বর আগ্রাসন ও যুদ্ধপরাধের প্রতিবাদে ১৮ মে মঙ্গলবার সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের মানববন্ধন অনুষ্ঠিত হবে।

  নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শাহীদ মাহমুদ এই তথ্য নিশ্চিত করেছেন। 

এই বিভাগের আরো খবর