Logo
Logo
×

রাজনীতি

প্রধানমন্ত্রী চান প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন, কি করবেন পলাশ?

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৩, ০৮:১৪ পিএম

প্রধানমন্ত্রী চান প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন, কি করবেন পলাশ?
Swapno


# শামীম ও পলাশের মাঝে ভোট হলে নারায়ণগঞ্জ-৪ আসনে জমে উঠতে পারে নির্বাচন
এবার কি করবেন শ্রমিক লীগ নেতা কাউসার আহম্মেদ পলাশ। এবারও তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেলেন না। তিনি হয়তো জানতেন তাকে মনোনয়ন দেবে না। তারপরেও তিনি যথারীতি মনোনয়ন পত্র কিনেছেন। তবে এবার প্রধানমন্ত্রী বলেছেন কোনো প্রার্থীকে যেনো জোর করে বসিয়ে দেয়ার চেষ্ঠা করা না হয় এবং সব জায়গায় যেনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকে। এই কথা বলে প্রধানমন্ত্রী নিজেই দলের বিদ্রোহী প্রার্থীদের উৎসাহিত করলেন বলে ধারনা করা হচ্ছে।

 

 

তাই কাউসার আহম্মেদ পলাশ এবার কি করবেন? তিনি কি নির্বাচন থেকে সরে দাড়াবেন নাকি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহন করবেন সেই আলোচনা এখন চলছে নারায়ণগঞ্জের সচেতন মহলে। নারায়ণগঞ্জবাসী মনে করেন প্রধানমন্ত্রী নিজেই যেহেতু বিকল্প প্রার্থী রাখার কথা বলছেন তাই এবার নারায়ণগঞ্জ-৪ আসনে কাউসার আহম্মেদ পলাশ হতে পারেন সেই বিকল্প প্রার্থী।

 


এদিকে নারায়ণগঞ্জের সাধারন মানুষ মনে করেন জাতীয় নির্বাচনে বিএনপির মূল প্রতিদ্বন্দ্বী হলো বিএনপি। আর যেহেতু বিএনপি এবারের এই নির্বাচনে অংশ নিচ্ছে না তাই নির্বাচনের ব্যাপারে ভোটারদের তেমন কোনো আগ্রহ নেই। কেনোনা এবারের নির্বাচনে আওয়ামীলীগ একাই মাঠের খেলোয়ার। তাই প্রধানমন্ত্রী হয়তো চান এবারের নির্বাচন যতোটা সম্ভব প্রতিদ্বন্দ্বীতামূলক হোক।

 

 

তাই এবারের নির্বাচনেও বিএনপি না থাকায় সংসদ সদস্য একেএম শামীম ওসমান একতরফা ভাবেই নির্বাচিত হবেন। এখানে জাতীয় পার্টি আর তৃনমূল বিএনপির প্রার্থী হিসাবে যাদেও নাম শোনা যাচ্ছে তারা নিজেদেও জামানত রক্ষা করতে পারবেন না। তবে কাউসার আহম্মেদ পলাশ যদি স্বতন্ত্র প্রার্থী হন তাহলে পরিস্থিতি পাল্টে যাবে।

 

 

কেনোনা এক দিকে মাঠ পর্যায়ে পলাশের এক ধরনের জনসমর্থন রয়েছে অপরদিকে শামীম ওসমান বিগত দশ বছর এমপি থাকায় এখানে পরিবর্তন চাইতে পারেন জনগন। তাই পলাশ যদি শেষ পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসাবে থেকে যান তাহলে এবার জিততে হলে ঘাম ঝড়াতে হবে সংসদ সদস্য শামীম ওসমানকে। আর এ কারনেই এর আগে শামীম ওসমান নিজে পলাশকে ফোন করেছেন এবং মনোনয়ন পেলে তার হয়ে কাজ করার আহবান জানিয়েছেন।

 

 

সর্বশেষ শামীম ওসমানের একনিষ্ঠ কর্মী হিসাবে পরিচিত শাহনিজাম এবং মীর সোহেলকে দেখা গেছে পলাশের রাজনৈতিক অফিসে গিয়ে তার সাথে বৈঠক করতে। তাই ধারণা করা হচ্ছে এরই মাঝে শামীম ওসমানের পক্ষ থেকে পলাশের উপর এক ধরনের মনস্তাত্বিক চাপ তৈরী করা হয়েছে। তাই পলাশ শেষ পর্যন্ত কি করেন সেটাই এখন দেখার বিষয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন