প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৩ পিএম

বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে মুড়াপাড়া এলাকায় উপজেলা আওয়ামীলীগের প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভায় কাঞ্চন পৌর মেয়র রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শাহজাহান ভূইয়া। এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবুল বাশার টুকু, উপজেলা আওয়ামীলীগ নেতা কামাল হোসেন কমল, ফয়সাল আহমেদ, সোহেল ভূইয়া, এড তায়ৈবুর রহমান, আবু দাউদ মোল্লা, রিপন প্রধান, জেলা ছাত্রলীগ নেতা আশিকুল ইসলাম খোকন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকারের আমলে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে আওয়ামীলীগকে পুনরায় সরকার গঠনের জন্য সকলের কাছে সহযোগীতা কামনা করেন।
সভা শেষে প্রধান প্রধানমন্ত্রী সু স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।