শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি স্থানীয় আওয়ামী লীগে

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৩  

  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের রূপগঞ্জে মেট্রোরেলের ডিপো উদ্বোধন করতে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে আনন্দ-উল্লাস।

 

 

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পক্ষে লাখো মানুষের সমাগম ঘটাতে প্রস্তুতি নিয়েছে স্থানীয় আওয়ামী লীগ। উপজেলার সাতটি ইউনিয়ন ও দুটি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে এবং পাড়া-মহল্লায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে পোস্টার ও ব্যানার ছেয়ে গেছে।

 

 

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে গতকাল শুক্রবার রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় অবস্থিত রংধনু গ্রুপের অস্থায়ী কার্যালয়ে আওয়ামী লীগের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আবুল বাশার টুকু। সভায় প্রধান অতিথি ছিলেন রংধনু গ্রুপের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলহাজ মো. রফিকুল ইসলাম।

 

 

সভায় রফিকুল ইসলাম বলেন, রূপগঞ্জের প্রতিটি গ্রাম ও মহল্লা থেকে হাজার হাজার নেতাকর্মী এবং সমর্থক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পক্ষে মিছিল নিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে তিনশ ফুট সড়ক ও জনসভাস্থলের আশপাশ এলাকায় অবস্থান করবেন।

 

 

এই নিয়ে সাধারণ মানুষের মধ্যেও দেখা দিয়েছে ব্যাপক উদ্দীপনা। আমরা ইতোমধ্যে দাউদপুর, ভোলাবো, রূপগঞ্জ, কায়েতপাড়া, মুড়াপাড়া, ভুলতা, গোলাকান্দাইল ইউনিয়ন, কাঞ্চন ও তারাবো পৌরসভা এলাকায় প্রস্তুতিমূলক সভা করেছি। এসব সভায় প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে জনসভাস্থল এলাকায় লাখো সমর্থকের সমাগম ঘটানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

 

 

সভায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের রাজনৈতিক এপিএস সেখ সাঈদ বলেন, ‘বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে নির্বাচন করার লক্ষ্যে রূপগঞ্জবাসীর কাছে দোয়া চেয়েছেন।

 

 

ইতিমধ্যে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে রূপগঞ্জের প্রতিটি পাড়া-মহল্লায় শুভেচ্ছা পোস্টার ও ব্যানার টানানো হয়েছে। আহমেদ আকবর সোবহান সাহেব দ্রুতই প্রতিটি ইউনিয়ন, পৌরসভা এবং ওয়ার্ডে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করবেন। আর দলের নেতাকর্মীদের যদি কেউ কোনো প্রকার মামলা-হামলা দিয়ে হয়রানি করে, তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না।’

 

 

প্রস্তুতিমূলক সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন রংধনু গ্রুপের পরিচালক ও জেলা পরিষদের সাবেক সদস্য মিজানুর রহমান মিজান, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আউয়াল, অ্যাডভোকেট যতীন্দ্র বাবু। 

 

 

রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য করিম পাঠান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ও ইউপি সদস্য রফিকুল ইসলাম, জসিম গাজী, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, দপ্তর সম্পাদক খলিলুর রহমান। 

 

 

প্রচার সম্পাদক মজিবুর রহমান, জলিল ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা সফিকুল ইসলাম, আলী আজগর, কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মহিউদ্দিন মেম্বার, ছাত্রলীগ নেতা আশরাফুল আলম জেমিন, ইউপি সদস্য জসিম উদ্দিন, যুবলীগ নেতা বিল্লাল হোসেন। 

 

 

নূর মোহাম্মদ, মহিলা লীগ নেত্রী শারমিন আক্তার, সাহিদা আক্তার, তারাবো পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক মিনা আকতার, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর, যুবলীগ নেতা হুমায়ূন আহমেদ হিমু, শওকত আলি ইমন প্রমুখ। এন.এইচ/জেসি

এই বিভাগের আরো খবর