বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

প্রধানমন্ত্রীর প্রতি মেয়র আইভীর কৃতজ্ঞতা প্রকাশ

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ৯ আগস্ট ২০২২  

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়েছে সরকার। রোববার (৭ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্বাহী সেলের মহাপরিচালক আল মামুন মুর্শেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ভূষিত করার আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মেয়র আইভী।

 

বর্তমানে মেয়র আইভী ভারতের আজমির শরীফ মাজার জিয়ারতের জন্য ভারতে রয়েছেন। প্রতিমন্ত্রীর পদমর্যাদার খবর শুনে মেয়র আইভী প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সিটি মেয়র ও  জেলা আওয়ামীলীগের সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীর বরাত দিয়ে জেলা আওয়ামীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম যুগের চিন্তাকে জানান, প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ভূষিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মেয়র আইভী। এ সংবাদ প্রাপ্তির পর মেয়রের নেতৃত্বে আবার হযরত খাজা মাইনুদ্দিন চিশতী (রহ.) এর রওজা শরীফ জিয়ারত করেন ২৬জনের সফরসঙ্গীরা। এসময় মেয়র প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দেশবাসী ও নারায়ণগঞ্জের মানুষের জন্য দোয়া করছেন। এছাড়া শোকের মাসে ঘাতকের হাতে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করেছেন। 

 

প্রসঙ্গত, ভারতের আজমির শরীফ মাজার জিয়ারতের উদ্দেশ্যে বুধবার (৩ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তপথে ভারতের ত্রিপুরা রাজ্যে প্রবেশ করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। ২৬ জন সফর সঙ্গী নিয়ে আজমির শরীফ মাজার জিয়ারতের উদ্দেশ্যে বর্তমানে ভারত সফর করছেন মেয়র আইভী।  হযরত খাজা মাইনুদ্দিন চিশতী (রহ.) এর রওজা শরীফ জিয়ারত করেন এবং রওজায় গিলাফ চড়ান। এরপর সেখানে তারা নেওয়াজ বিতরণ করেন।  মেয়র আইভীর সাথে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও সংরক্ষিত (১৬, ১৭ ও ১৮) নং ওয়ার্ডের নারী কাউন্সিলর বিভা হাসান, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান রিপনসহ ২৬ জনের একটি বহর উপস্থিত ছিল। ভারত সফর শেষে আগামী ১৪ আগস্ট আকাশপথে সরাসরি ঢাকায় ফিরে আসার কথা রয়েছে বলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী জানিয়েছেন।

 

এই বিভাগের আরো খবর