বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

প্রশিক্ষণহীন চালকের কারণে বন্দরে বেড়েছে সড়ক দুর্ঘটনা

জি.এম সুমন

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২১  

 বন্দরে প্রশিক্ষণ ও লাইসেন্সবিহীন নতুন নতুন সিএনজি, বেবিট্যাক্সি ও অটো ইজিবাইক চালকের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সড়ক দূর্ঘটনাও বৃদ্ধি পেয়েছে বলে মতামত প্রকাশ করেছেন সচেতন মহল। আর এর কারণে প্রতিনিয়ত সাধারণ মানুষের জানমালের ব্যাপক ক্ষতি সাধন হচ্ছে। একটি পরিসংখ্যনে জানা গেছে, বর্তমানে বন্দর উপজেলার মদনগঞ্জ-মদনপুর সড়কে প্রায় ১শত সিএনজি, বন্দর ১নং খেয়াঘাট-মদনগঞ্জ, কলাগাছিয়া-সাবদী সড়কে সিএনজি ও বেবীর সংখ্যা প্রায় ৪শত এবং নবীগঞ্জ-কাইকারটেক সড়কে প্রায় ১শত সিএনজি ও বেবীট্যাক্সি যাত্রীবহনের কাজে নিয়জিত আছে। এছাড়াও  বন্দরের বিভিন্ন এলাকায় রয়েছে আরো প্রায় ৭শতটি অটো ইজিবাইক। খোঁজ নিয়ে জানা গেছে, এসব এলাকার নি¤œ আয়ের মানুষেরা সিএনজি, বেবিট্যাক্সি ও অটো ইজিবাইক ক্রয় করে নিজেরাই চালক সেজে চালানো শুরু করে। বিভিন্ন সূত্রে জানা গেছে, এসব চালকগণ দক্ষ না থাকায় প্রতিদিন কোন না কোন রুটে দূঘটনা ঘটিয়ে সাধারণ মানুষের জানমালে ক্ষতি করে আসছে। এ ছাড়াও দিন দিন বন্দরে লাইসেন্সবিহীন যান-বাহনের সংখ্যা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। যানবাহনের প্রায় ৮০% চালকেরই কোন লাইনেন্স নেই। তারপরও তারা চালক হয়ে বন্দরে নির্বিঘেœ যাত্রী সেবার কাজ করে আসছে। বন্দর থানা পুলিশের উদাসীনতার কারনে লাইসেন্সবিহীন চালকেরা বুক ফুলিয়ে উপজেলার বিভিন্ন রুটে অবাধে এসব যানবাহন চালিয়ে যাচ্ছে। এ অবস্থা থেকে রক্ষা পেতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন বন্দরের সচেতন মহল।
 

এই বিভাগের আরো খবর