Logo
Logo
×

শিক্ষা

প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার সময়সূচি

Icon

প্রকাশ: ২৩ অক্টোবর ২০১৮, ০২:২৯ পিএম

প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার সময়সূচি
Swapno

ডেস্ক রিপোর্ট (যুগের চিন্তা ২৪) : প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। আগামী ১৮ নভেম্বর থেকে সারাদেশে একযোগে এ পরীক্ষা শুরু হয়ে চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। 

তবে এবার সকাল ১১টার পরিবর্তে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা চলবে।

এছাড়া বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য গত বছর অতিরিক্ত ২০ মিনিট সময় দেয়া হলেও, এবছর তা আরো ১০ মিনিট বাড়িয়ে ৩০ মিনিট অতিরিক্ত সময় দেয়া হবে।

আগামী ১৮ নভেম্বর প্রথমদিন প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীর ইংরেজি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পর দিন ১৯ নভেম্বর হবে বাংলা পরীক্ষা।

২০ নভেম্বর প্রাথমিকের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং ইবতেদায়ীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২২ নভেম্বর প্রাথমিকে প্রাথমিক বিজ্ঞান এবং ইবতেদয়ীতে আরবি বিষয়ের পরীক্ষা হবে।

২৫ নভেম্বর অনুষ্ঠিত হবে গণিত পরীক্ষা। সর্বশেষ ২৬ নভেম্বর প্রাথমিকে ধর্ম ও নৈতিক শিক্ষা এবং ইবতেদায়ীতে কুরআন ও তাজবীদ এবং আকাঈদ ও ফিকহ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন