Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লা ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান স্বপনের ইন্তেকাল

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২৬ পিএম

ফতুল্লা ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান স্বপনের ইন্তেকাল
Swapno

 

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার ২৩ সেপ্টেম্বর দুপুরে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।

 

পরিবার সূত্রে জানা যায়, দুপুর আড়াইটার দিকে নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে তাকে শহরের চাষাঢ়ায় ইসলাম হার্ট সেন্টারে নেওয়া হয় তাকে। সেখানে ইসিজি করার পর শহরের নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লুৎফর রহমান স্বপনের বাড়ি ফতুল্লা বাজার এলাকায়। শনিবার রাত দশটায় ফতুল্লা বাজার জামে মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

 

লুৎফর রহমান স্বপন ১৯৯১ সালে প্রথম ইউপি সদস্য নির্বাচিত হন। এরপর দীর্ঘ ৩০ বছর এই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ইউপি চেয়ারম্যান মারা যাওয়ার পর ১১ বছর ভারপ্রাপ্ত চেয়ারম্যানেরও দায়িত্ব পালন করেন তিনি। ২০২১ সালের ২৬ ডিসেম্বর ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হলে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী লুৎফর রহমান স্বপন চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে দীর্ঘ বছর তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। এস.এ/জেসি

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন