
ফতুল্লায় আব্দুল আল মামুন ওরফে জিহাদ (১৩) নামে এক মাদ্রাসার ছাত্র নিখোঁজ হয়েছে। গত ১৪ তারিখে শিশুটি মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ হয়। সে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের শিয়াচর উকিল বাড়ি এলাকার জয়নাল আবেদীনের ছেলে। সোমবার ১৬ই আগষ্ট শিশুটির মা আমেনা খাতুন ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডাইরী (জিডি) করেন। জিডি নম্বর- ৮৬৮।
ডাইরীতে মাদ্রাসা ছাত্র নিখোঁজ আব্দুল আল মামুন ওরফে জিহাদের মা উল্লেখ করেন, জিহাদ ফতুল্লার শিয়াচর এলাকার বায়তুল ফালাহ মসজিদ সংলগ্ন সিরাজুল উলুম মাদ্রাসার ছাত্র।
গত ১৪ই আগষ্ট সকাল ৮টার দিকে মাদ্রাসায় যাওয়ার জন্য তার বাসা থেকে বের হয়। এরপর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। তার সন্ধান পেলে ফতুল্লা মডেল থানায় অথবা তাদের বাসায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগের জন্য মোবাইল নম্বর- ০১৬১৯-৮৬৫১৪১।