শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

ফরিদপুরের সালথায় তাণ্ডব: ৪ হাজার জনকে আসামি করে মামলা

যুগের চিন্তা ডেস্ক

প্রকাশিত: ৭ এপ্রিল ২০২১  

ফরিদপুরের সালথা থানাসহ তিন সরকারি অফিসে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ৪ হাজার জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। ৩ থেকে ৪ হাজার ব্যক্তিকে অজ্ঞাত আসামি করা হয়েছে।


গতকাল রাতে সালথা থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান বাদী হয়ে মামলাটি করেন। এ  ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

সালথা থানার ওসি বলেন, থানায় হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলাটি করে। মামলার এজাহারভুক্ত তিন আসামিকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আরও দুজনকে শনাক্ত করা হয়েছে। তাঁদের দ্রুত গ্রেপ্তার করা হবে।

 


উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় সরকারি বিধিনিষেধে বাস্তবায়নে সালথার এসি ল্যান্ডের সঙ্গে স্থানীয়দের বাকবিতণ্ডার জেরে এ হামলার ঘটনা ঘটে।  

এই বিভাগের আরো খবর