বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

ফুটবল বিশ্বকাপ জয় করতে প্রস্তত আর্জেন্টিনা

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২২  

 

দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। কাতার জয় করতে দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। অবশ্য ৪৬ জন ফুটবলার নিয়ে প্রাথমিক দল ঠিক করে রেখেছিলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। আর সেই তালিকা আরও ছোট করলেন স্কালোনি। একেবারে ১৫ জন কমিয়ে এবার ৩১ সদস্যতে ছোট করলেন।

 

 

কাতার বিশ্বকাপে আর্জেটিনাকে নেতৃত্ব দিবেন দলের সবচেয়ে বড় তারকা ফুটবল জাদুকর মেসি। ইনজুরির কারণে পাওলো দিবালা ও ডি মারিয়া বিশ্বকাপ দলে থাকবেন কিনা তা নিয়ে চলছিল আলোচনা। ২৬ সদস্যের দলে এই দুই ফুটবলারকে রেখেই দল ঘোষণা করেছেন আলবিসেলেস্তিদের কোচ স্কলোনি।

 

 

 

চলুন জেনে নিই তারা কারা? গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, হেরেনিমো রুলি, ফ্রাঙ্কো আরমানি, হুয়ান মুসো। ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, হেরমান পেসেলা, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, মার্কোস অ্যাকুনা, নিকোলাস তাগলিয়াফিকো, হুয়ান ফয়েত, ফাকুন্দো মেদিনা

 

 

 

মিডফিল্ডার: রদ্রিগো দি পল, লিয়ান্দ্রো পারেদেস, জোভান্নি লো সেলসো, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, গুইদো রদ্রিগেজ, আলেহান্দ্রো গোমেজ, এনজো ফার্নান্দেজ, এজেকিয়েল পালাসিওস । ফরোয়ার্ড: থিয়াগো আলমাদা, লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ, আনহেল দি মারিয়া, হুলিয়ান আলভারেজ, পাওলো দিবালা, আনহেল কোরেয়া, হোয়াকিন কোরেয়া ও নিকোলাস গঞ্জালেস।

 

 

 

প্রসঙ্গত, ২০ নভেম্বর শুরু হতে যাওয়া কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ ২২ নভেম্বর, প্রতিপক্ষ সৌদি।

এই বিভাগের আরো খবর