শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

বন্দরে এক মাস পর শান্ত হত্যা মামলা, গ্রেফতার ২

যুগের চিন্তা অনলাইন

প্রকাশিত: ২৭ মে ২০২২  

বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে শান্ত (১৬) নামে এক যুবক নিহতের ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়েরের দীর্ঘ ১ মাস ৭ দিন অতিবাহিত হওয়ার পর অবশেষে ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে অপমৃত্যু মামলাটি হত্যা মামলায় রূপান্তর হয়েছে। গত মঙ্গলবার (২৪ মে) রাতে নিহতের পিতা সেলিম হোসেন বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে বন্দর থানায় এ হত্যা মামলা দায়ের করেন।

 

এ ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা কলাগাছিয়া নৌ-ফাঁড়ির উপপরিদর্শক মেহেদী জামানসহ সঙ্গীয় র্ফোস গত বুধবার রাতে কলাগাছিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শান্ত হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মিনহাজ (১৮) ও ৩নং আসামি আকাশকে (১৭) গ্রেফতার করেছে। মিনহাজ বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের উত্তর নিশং এলাকার মৃত মোক্তার হোসেন মিয়ার ছেলে ও আকাশ একই থানার একই ইউনিয়নের জিওধরা দলালবাড়ি এলাকার শহিদুল মিয়ার ছেলে।

 

তাদের ৫ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠালে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। থানা সূত্রে জানা গেছে, গত ২৯ মার্চ রাতে সাড়ে ৮টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের হাজরাদী এলাকার সেলিম মিয়ার ছেলে শান্ত (১৬) তার বন্ধুদের সাথে ব্রহ্মপুত্র নদীতে নৌকায় ঘুরতে গিয়ে নিখোঁজ হয়। পরে গত ৩১ মার্চ বেলা ১২টায় স্থানীয় এলাকাবাসী বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সাবদী গ্রীন গার্ডেন পার্কের সামনে ব্রহ্মপুত্র নদী গোসল করতে গিয়ে অজ্ঞাতনামা যুবকের লাশ দেখতে পেয়ে কলাগাছিয়া নৌ ফাঁড়িকে সংবাদ দেয়।

 

এ ঘটনায় নিহত শান্ত পিতা সেলিম হোসেন বাদী হয়ে অপমৃত্যু মামলা দায়ের করে। পরে দীর্ঘ ১ মাস ৭ দিন পর ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে মামলাটি হত্যা মামলায় রূপান্তর হয়। এ ব্যপারে মামলার তদন্তকারী কর্মকর্তা মেহেদী জামান গণমাধ্যমকে জানান, শান্ত নিহতের ঘটনায় অবশেষে ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় প্রধান আসামি মিনহাজসহ ২ জনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এই বিভাগের আরো খবর