Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে বৃদ্ধাকে পিটিয়ে জখম

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ৩০ মে ২০২৩, ০৯:৪৩ পিএম

বন্দরে বৃদ্ধাকে পিটিয়ে জখম
Swapno

 

বন্দরের বাগবাড়ি এলাকায় সম্প্রতি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বৃদ্ধা ফুফুকে পিটিয়ে হসপাতালে পাঠিয়েছে পাষান্ড ভাতিজা কাদির গং। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ হলেও ৬ দিনেও পুলিশ হামলাকারীদের গ্রেপ্তার করতে পারেনি। এদিকে বৃদ্ধা মহিলা সাহেরা খাতুন (৭০) বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

 

আহত সাহেরা খাতুন জানান, তার ভাতিজারা তার সম্পত্তি জবর দখল করার জন্য তাকে প্রায় সময় হুমকি দিয়ে আসছিল। তার সম্পত্তিতে এক দুস্থ্য পরিবারকে মাটি ভাড়া হিসাবে বসবাস করতে দিয়েছেন। গত ৬দিন পূর্বে তার ভাতিজারা এসে তার ভাড়াটিয়া ও ভাড়াটিয়ার স্ত্রীকে মারধর করে সম্পত্তি খালি করে দেয়ার জন্য। এ সময় তিনি এসে এর প্রতিবাদ করলে তাকে পিটিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে হাসপতালে ভর্তি করা হয়।

 

এ ঘটনায় থানায় অভিযোগ করা হলেও পুলিশ ঘটনার তদন্তে এসে ঘটনার সত্যতা পেলেও এখন হামলাকারীদের গ্রেপ্তার করতে পারেনি। বর্তমানে বৃদ্ধা সাহেরা হাসপতালে চিকিৎসাধীন রয়েছে। তিনি এর বিচার দাবি করেন। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন