Logo
Logo
×

জনদুর্ভোগ

বন্দরে ভেজাল জুস ও পণ্য তৈরির কারখানায় অভিযান এবং জরিমানা

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ১৭ মার্চ ২০২৩, ০৫:২৩ পিএম

বন্দরে ভেজাল জুস ও পণ্য তৈরির কারখানায় অভিযান এবং জরিমানা
Swapno


বন্দরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাব-১১ যৌথভাবে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) বন্দরের কেওঢালা এলাকায় এন এম সি ফুড এন্ড কনজুমার প্রোডাক্টস লিমিটেডে এ অভিযান চালানো হয়।  

 

 

এসময় অবৈধভাবে জুস, নারিকেল তেল, সরিষার তেল, হারপিক, হ্যান্ডওয়াশ তৈরির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২, ৪৩, ৪৪ ধারায় ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং ১৭ হাজার ৫০০ লিটার জুসসহ অন্যান্য পণ্য ধ্বংস করা হয়েছে।

 

 

অভিযানের নেতৃত্বে ছিলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান এবং র‌্যাব-১১’র এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু।

 

 

সেলিমুজ্জামান জানান, এ ধরনের অভিযান আগামীতে অব্যাহত থাকবে। এছাড়া রমজান ও ঈদ ঘিরে ভেজাল পণ্য বাজারজাত ঠেকাতে নিয়মিত বাজার মনিটরিং এবং অভিযান চলমান থাকবে।  এন.হুসেইন/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন