Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে সিএনজি চালকের স্ট্রোকে মৃত্যু

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৫ পিএম

বন্দরে সিএনজি চালকের স্ট্রোকে মৃত্যু
Swapno

 

বন্দরে চলন্ত অবস্থায় স্ট্রোক করে এক সিএনজি  চালকের মৃত্যু হয়েছে। ওই সময় সিএনজিটি  রাস্তার পাশে খাদে পরে গিয়ে সিএনজি এক যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে । শুক্রবার (২২ সেপ্টম্বর) সকালে বন্দর উপজেলার নবীগঞ্জ বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। নিহত চালক শম্ভু দাস (৪৫)। তিনি  বন্দর বাবুপাড়া এলাকার মৃত রতন দাসের ছেলে।

 

বিভিন্ন তথ্য সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় শুক্রবার সকালে শম্ভু দাস নিজের সিএনজি (ঢাকা-থ-১১-৬২৭৫) নিয়ে বাড়ি থেকে বের হয়। বন্দর খেয়াঘাট স্ট্যান্ড থেকে একজন যাত্রী নিয়ে সোনারগাঁও যাচ্ছিল। ওই সময় সিএনজিটি নবীগঞ্জ বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে চলন্ত অবস্থায় সিএনজি চালক হঠাৎ স্ট্রোক করে মৃত্যুর কোলে ঢলে পড়ে। ওই সময় সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে মদনগঞ্জ-মদনপুর সড়কের পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় হানিফ নামে এক যাত্রী আহত হয়।

 

স্থানীয়রা চালককে উদ্ধার করে প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে রের্ফাড করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বন্দর থানার এসআই  আহাদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। স্বাভাবিক মৃত্যু হওয়ায় পরে হাসপাতাল থেকে তার লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন