Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৩, ০৯:২১ পিএম

বন্দরে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
Swapno

 

বন্দরে দ্বিতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আপন চাচাতো ভাইয়ের বিরুদ্ধে।গত বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের নয়ামাটি ভাংতি এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ব্যাপারে শনিবার (১১ নভেম্বর) দুপুরে শিশুর মা বাদি হয়ে ধর্ষক নুরু মিয়া (৩০)কে আসামি করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ধর্ষণের বিষয়টি এলাকায় জানা জানি হলে লম্পট ধর্ষক নুরু মিয়া গ্রেপ্তার এড়াতে ঘটনার পর থেকে পলাতক রয়েছে।  

 

অভিযোগে উল্লেখ করা হয়, উপজেলার নয়ামাটি ভাংতি এলাকার মৃত বাহাউদ্দিনের ছেলে নুরু মিয়া ২ সন্তানের জনক বাড়ির পাশে মুদি ও চা দোকানদার। তার দোকান থেকে চাচাতো বোন শিশু শিক্ষার্থী বিস্কুট কিনতে যায়। এ সময় তাকে অনেক বিস্কুট দেয়ার প্রলোভন দেখিয়ে তার নিজ ঘরে নিয়ে ধর্ষন করে। এতে শিশুর গোপন অঙ্গে ক্ষত সৃষ্টি হলে শিশুর পিতা-মাতা তাকে নিয়ে হাসপাতালে গেলে চিকিৎসক জরুরী সেবা ৯৯৯ ফোন দিয়ে পুলিশকে অবগত করেন। ধর্ষণের ঘটনা ঘটিয়েছে গত বৃহস্পতিবার।

 

বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি আবু বক্কর জানান, শিশুকে ধর্ষণের অভিযোগ নেয়া হয়েছে। ধর্ষককে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন