শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

বন্দরে ৫টি ইউপি নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বারদের মনোনয়ন দাখিল

যুগের চিন্তা অনলাইন

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২১  

আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে উৎসব মুখর পরিবেশে বন্দরে ৫টি ইউনিয়ন পরিষদের ২৩ জন চেয়ারম্যান প্রার্থী, সাধারন মেম্বার পদে ১৮৪ জন ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৫৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল সম্পর্ন করেছে। গতকাল রোববার ছিল মনোয়নপত্র দাখিলের শেষ দিন। উৎসব মুখর পরিবেশে আওয়ামীলীগ, জাতীয়পাটি, ইসলামী আন্দলন, খেলাফত মজলিস ও স্বতন্ত্র প্রার্থীসহ মেম্বার প্রার্থীকে ঢাক ঢোল নিয়ে তাদের মনোনয়নপত্র দাখিল করতে দেখা গেছে।

 


বন্দর উপজেলা  নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আসন্ন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ৫জন  প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরা হলেন, কাজিম উদ্দিন প্রধান (আওয়ামীলীগ) দেলোয়ার হোসেন প্রধান (জাতীয় পার্টি) মোঃ জাহাঙ্গীর হোসেন (জাকেরপার্টি) মোহাম্মদ শাহাব উদ্দিন (ইসলামী আন্দলন) ও গোলাম মোস্তফা সাগর (স্বতন্ত্র)। এ ছাড়াও এ ইউনিয়নে ৯টি ওয়ার্ডে সাধারন মেম্বার পদে ৩৯ জন ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছে।

 


এ ছাড়াও বন্দর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে। এরা হলেন মোঃ মোক্তার হোসেন (আওয়ামীলীগ) এহসান উদ্দিন (জাতীয়পার্টি) মোঃ শাহীন (ইসলামী আন্দোলন)। সে সাথে বন্দর ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ডের সাধারন মেম্বার পদে ৩১ জন ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১১ জন মনোনয়নপত্র দাখিল করেছে। 

 


মদনপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়নপত্র দাখিল করেছে। এরা হলেন এম.এ সালাম (আওয়ামীলীগ) মোঃ হযরত আলী (ইসলামী আন্দোলন) শেখ রুহুল আমিন (স্বতন্ত্র) মাজহারুল ইসলাম হিরন (স্বতন্ত্র) । এ ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ডের সাধারন মেম্বার পদে ৩৯ জন ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১১ জন মনোনয়নপত্র দাখিল করেছে।

 

মুছাপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরা হলেন মোঃ মজিবর রহমান (আওয়ামীলীগ) মোঃ মাকসুদ হোসেন (জাতীয় পার্টি) মোঃ মুছা (ইসলামী আন্দোলন)। এ ইউনিয়নে ৯টি ওয়ার্ডে সাধারন মেম্বার পদে ২৭ ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১০ জন মনোনয়নপত্র দাখিল করেছে। 

 


এ ছাড়াও ধামগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরা হলেন মাছুম আহাম্মেদ (আওয়ামীলীগ) মুফতি আবুল কাশেম  (খেলাফত মজলিশ) কামাল হোসেন (স্বতন্ত্র) আলাউদ্দিন (স্বতন্ত্র) আজিজুল হক আজিজ (স্বতন্ত্র) জাহাঙ্গীর হোসেন (স্বতন্ত্র) জাহাঙ্গীর (স্বতন্ত্র) ও ফয়সাল আহাম্মেদ (স্বতন্ত্র)। এ ছাড়াও ধামগড় ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সাধারন মেম্বার পদে ৪৮ জন ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১০ জন মনোয়নপত্র দাখিল করেছেন।

 


সূত্র আরো জানায়, বন্দর উপজেলার ৫টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১ লাখ ২২ হাজার  ২’শ ২৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা হলো ৬২ হাজার ৪’শ ২৬ জন ও মহিলা ভোটার সংখ্যা হলো ৫৯ হাজার ৮’শ জন। বন্দরে ৫টি ইউনিয়ন পরিষদের ৫৪টি ভোট কেন্দ্রে এই ভোট গ্রহন অনুষ্টিত হবে।

 

বন্দরে ৫টি ইউনিয়ন পরিষদের মধ্যে কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের মোট ভোটার সংখ্যা হলো ৩৭ হাজার ৯’শ ৭৪ জন। পুরুষ ভোটার সংখ্যা হলো ১৯ হাজার ৩শ ১৮ জন ও মহিলা ভোটার সংখ্যা হলো ১৮ হাজার ৬’শ ৫৬ জন। বন্দর ইউনিয়ন পরিষদের মোট ভোটার সংখ্যা হলো ২৫ হাজার ৪৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা হলো ১২ হাজার ৬’শ ৬২ জন ও মহিলা ভোটার সংখ্যা হলো ১২ হাজার ৩’শ ৮৬ জন।

 

ধামগড় ইউনিয়ন পরিষদের মোট ভোটার সংখ্যা হলো ২১ হাজার ৬’শ  ৭৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা হলো ১০ হাজার ৭’শ ৯৬ জন ও মহিলা ভোটার সঙখ্যা হলো ১০ হাজার ২’শ ২৮ জন।  মুছাপুর ইউনিয়ন পরিষদের মোট ভোটার সংখ্যা হলো ২১ হাজার ৬’শ ৭৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা হলো ১১ হাজার ১’শ ৫২ জন ও মহিলা ভোটার সংখ্যা হলো ১০ হাজার ৫’শ ২৭ জন।

 

মদনপুর ইউনিয়ন পরিষদের মোট ভোটার সংখ্যা হলো ১৬ হাজার ৫’শ ১ জন । এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা হলো ৮ হাজার ৪’শ ৯৮ জন ও মহিলা ভোটার সংখ্যা হলো ৮ হাজার ৩ জন। আগামী ২০ অক্টোবর রির্টানিং অফিসার কর্তৃক  মনোনয়নপত্র বাছাই, আগামী ২৬ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।  

এই বিভাগের আরো খবর